অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ বাংলা বিভাগের ( বাংলা কবিতা – ১ ) নিয়ে আমাদের আজকের পোস্ট । আজকে আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ বাংলা কবিতার অংশ টা সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি ।
সম্পূর্ণ পোস্ট টি পড়লে আশা করছি আপনাদের অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ এর জন্য অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ্ ।
এবং অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ এর বাংলা বিভাগের সকল সাবজেক্ট নিয়ে ধারাবাহিক ভাবে পোস্ট করব ইনশাআল্লাহ্ । আপনারা যদি বাংলা বিভাগের সকল সাবজেক্ট সাজেশন পেতে চাইলে নিয়মত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ।
এবং মার্কেটিং সংক্রান্ত পোস্ট পেতে এই লিঙ্ক এ ভিজিট করুনঃ ইন্সটাগ্রাম মার্কেটিং
নিম্নে অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( বাংলা কবিতা – ১ ) দেয়া হলঃ
ক – বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১ ) কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে ?
উত্তরঃ ২৪ মে ১৮৯৯ খ্রিষ্টাব্দ ।
২ ) অগ্নিবীণা কাব্যটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯২২ খ্রিষ্টাব্দে ।
৩ ) অগ্নিবীণা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন ?
উত্তরঃ শ্রী বীরান্দ কুমার ঘোষকে ।
৪ ) অগ্নিবীণা কাব্যে কবি কার হাতের কঠোর কুঠার ?
উত্তরঃ পরশুরামের হাতের ।
৫ ) কালাম পাশা কোন দেশের অধিবাসী ?
উত্তরঃ তুরস্কের অধিবাসি ।
৬ ) অগ্নিবীণা কাব্যে উল্লিখিত ইসলামিক বিষয়ক দুইটি কবিতার নাম লিখ ।
উত্তরঃ খেয়াপারের তরণী , কোরবানি , মোহররম ।
৭ ) শাত – ইল – আরব কি ?
উত্তরঃ আরব দেশের একটি নদির নাম ।
৮ ) অগ্নিবীণা ক্যাবে মত কবিতার সংখ্যা কত ?
উত্তরঃ ১২ টি, উৎসর্গ কবিতা সহ ১৩ টি ।
৯ ) অগ্নিবীণা ক্যাবের প্রথম কবিতার নাম কি ?
উত্তরঃ প্রয়ল্লাস ।
১০ ) অগ্নিবীণা ক্যাবের সেস কবিতার নাম কি ?
উত্তরঃ মোহররম ।
১১ ) প্রয়ল্লাস কবিতার স্তবক সংখ্যা কত ?
উত্তরঃ স্তবক সংখ্যা ৮ ।
১২ ) বিদ্রোহী কবিতাটি প্রথম কথায় প্রকাশিত হয় ?
উত্তরঃ বিজলি পত্রিকায় ২২ পৌষ ১৩২৮
১৩ ) বিদ্রোহী কবিতায় , “আমি বিদ্রোহী ভ্রিপ্ত , ভগবান বুকে এঁকে দিই পদচিনহু” এখানে ভগবান বলতে কবি কাকে বুঝিয়েছেন ?
উত্তরঃ ব্রিটিশ শাসককে ।
১৪ ) নটরাজ কে ?
উত্তরঃ নৃত্যকলার উদ্ভাবক বলে মহাদেবের আরেক নাম নটরাজ ।
১৫ ) ধূমকেতু কবিতায় ধুমকেতুর ললাটে কতটি নরক জ্বলে ?
উত্তরঃ সাত – সাত শ ।
১৬ ) ধূমকেতু কবিতায় কবি কার মুখাগ্নি করতে চায় ?
উত্তরঃ বিশ্বমাতার ।
১৭ ) আনোয়ার কে ছিলেন ?
উত্তরঃ তুরস্কের বিপ্লববাদী নব্য তুর্কি দলের অন্যতম সদস্য ছিলেন ।
১৮ ) ‘আনোয়ার ! আনোয়ার ! দিলওয়ার তুমি , জোর তলোয়ার হানো ‘ । এখানে দিলওয়ার শব্দের অর্থ কি ?
ঊত্তরঃ সাহসী ।
১৯ ) রন-ভেরি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ঊত্তরঃ মোসলেম ভারত ।
২০ ) হযরত আলীর তরবারির নাম কি ?
উত্তরঃ জুলফিকার ।
২১ ) শাত – ইল – আরব কবিতায় কোন ফুলের নাম আছে ?
উত্তরঃ গোলাপ ।
২২ ) শাত – ইল – আরব কবিতার ফরাত নদীর অপর নাম কি ?
উত্তরঃ ইউফ্রেটিস ।
২৩ ) খেয়াপারের তরণী কবিতা টি কোন ছন্দে রচিত ?
উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে ।
২৪ ) খেয়াপারের তরণী কবিতায় তরণীতে বসে কারা কাঁপে ?
উত্তরঃ যারা পাপী ।
২৫ ) খেয়াপারের তরণী কবিতায় ভরা তরীর কাণ্ডারি কে ?
উত্তরঃ আহমদ ।
২৬ ) হাজেরা কে ?
উত্তরঃ হযরত ইব্রাহীম ( আঃ ) এর স্ত্রী ।
২৭ ) মোহররম কবিতায় জয়নাল কে ?
উত্তরঃ ইমাম হোসেনের পুত্র।
অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( বাংলা কবিতা – ১ ) খ – বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১ ) অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের দ্রোহ চেতনার স্বরূপ বিশ্লেষণ কর ।
২ ) অগ্নিবীণা কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্যচেতনার স্বরূপ আলোচনা কর ।
৩ ) ধ্বংস দেখে ভয় কেন তোর ? প্রলয় নূতন সৃজন বেদন ।” উক্তিটি ব্যাখ্যা কর ।
৪ ) তোরা সব জয়ধবনি কর !
ঐ নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড় ।” ব্যাখ্যা কর ।
৫ ) “ মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য ।” ব্যাখ্যা কর ।
৬ ) আগমনী কবিতার ভাব্বস্তু সংক্ষেপে লিখ ।
৭ ) “ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ ‘ শক্তির উদ্ভধন । ব্যাখ্যা কর ।
৮ ) মোহররম কবিতার মূলভাব লিখ ।
৯ ) সাম্যবাদী কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবতার পরিচয় দাও ।
১০ ) “ মিথ্যা শুনিনি ভাই
এই রিদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই “ ব্যাখ্যা কর ।
১১ ) “ মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে কিছু মহীয়ান ।” ব্যাখ্যা কর।
১২ ) সাম্যবাদী ক্যাবের মানুষ কবিতায় মানুষ সম্পর্কে কবির ধারণা পরিচয় দাও ।
১৩ ) ‘ নারী কবিতায় অবলম্বনে নারীর প্রতি কাজী নজরুলের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও ।
১৪ ) কাজী নজরুল ইসলামের ‘কুলি – মজুর’ কবিতার মুল বক্তব্য আলোচনা কর ।
১৫ ) “ বাংলার মুখ আমি দেখিয়াছি , তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে যাইনা আর ।” ব্যাখ্যা কর ।
১৬ ) ‘ আবার আসিব ফিরে \ কবিতায় কবি কোন রূপে ফিরে আসতে চান? ব্যাখ্যা কর ।
১৭ ) নকশি কাঁথার মাঠ অবলম্বনে সাজুর পরিচয় দাও ।
১৮ ) নকশি কাঁথার মাঠ অবলম্বনে রুপাইয়ের পরিচয় দাও ।
অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( বাংলা কবিতা – ১ ) গ – বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১ ) অগ্নিবীণা কাব্য গ্রন্থের শিল্পমূল্য বিচার কর ।
২ ) অগ্নিবীণা কাব্যের নজরুলের বিদ্রোহী সত্তার পরিচয় দাও ।
৩ ) ‘ সাম্যবাদী’ ক্যাবের নামকরণের তাৎপর্য বিচারে সাম্যবাদী চেতনার স্বরূপ ব্যাখ্যা কর ।
৪ ) ‘সাম্যবাদী কাব্যের মানুষ’ কবিতা অবলম্বনে কবির মানবতাবোধের স্বরূপ বিশ্লেষণ কর ।
৫ ) নারী কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের নারী চেতনার স্বরূপ ব্যাখ্যা কর ।
৬ ) জীবনানন্দ দাশের “ রূপসী বাংলা “ কাব্যের শিল্পমূল্য নিরূপণ কর ।
৭ ) “রূপসী বাংলা” কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনার পরিচয় দাও ।
৮ ) জীবনানন্দ দাশের “ রূপসী বাংলা “ কাব্য অবলম্বনে প্রক্রিতি চেতনার স্বরূপ নির্দেশ করে ।
৯ ) কাহিনিকাব্য হিসেবে জসীমউদ্দিনের ‘নকশিকাঁথার মাঠ’ – এর সার্থকতা বিচার কর ।
১০ ) জসীমউদ্দিনের ‘নকশিকাঁথার মাঠ’ কাব্য অবলম্বনে রূপাই চরিত্র টি বিশ্লেষণ কর ।
১১ ) নকশিকাঁথার মাঠ’ কাব্যের শিল্পগুণ ও আধুনিকতা বিচার কর ।
আমাদের আজকের পোস্ট টি ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ । আশা করছি অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( বাংলা কবিতা – ১ ) পড়ে আপনাদের ভাল লেগেছে । যদি আজকের পোস্ট টি পড়ে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ পোস্ট টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন । সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
জাযাকাল্লাহ খাইরান ।