আবেগী কষ্টের স্ট্যাটাস । Emotional sad status

আবেগী কষ্টের স্ট্যাটাস । Emotional sad status

আবেগী কষ্টের স্ট্যাটাস যেন আমাদের সবারই ভালো লাগে , সেটা কারনে হোক বা অকারণে আমরা সবাই আবেগী কষ্টের স্ট্যাটাস খুব পছন্দ করে থাকি । যদি ও আমাদের সকলের ঐ কম হোক বা বেশি কষ্ট থাকেই সবার জীবনে তাই সকলের কাছেই আবেগী কষ্টের স্ট্যাটাস এত প্রিয় 

আবার আমাদের মাঝে অনেকেই আছে যারা অনেক কষ্টে আছেন প্রিয়জন কে হারিয়ে । তারা আসলেই প্রিয়জন কে হারিয়ে খুব বেশি কষ্টে থাকেন । আর তারা তাদের মনটা কে হালকা করার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেগী কষ্টের স্ট্যাটাস দিয়ে থাকেন । তাদের জন্য আজকের এই আয়োজন আবেগী কষ্টের স্ট্যাটাস ।

“কাউকে ভালোবেসে তাকে কষ্ট দেয়া মানে 

নিজেকে কষ্ট দেয়া।”

“আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে

তাকে কৃতজ্ঞতা জানাই,

সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো।

যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই

তাকে কৃতজ্ঞতা জানাই,

সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।”

“আজ আর কি বলবো তোমায় 

প্লিজ তুমি ভালো থেকো

আমি না হয় থাকব 

আমার মত।”

“পৃথিবীটা আবেগে না চললে ও 

আমার মত কিছু কিছু মানুষের কাছে 

আবেগের মূল্য অনেক

কারণ তারা বেঁচেই আছে

সুধু আবেগ নিয়ে।”

“ভালোবাসা ক্ষণিকের জন্য নয়,

ভালোবাসা অনন্ত কালের জন্য

ভালোবাসা একটি নয়

দুইটি হৃদয়ের।”

“মানুষ তখনি কাঁদে,

যখন নিজের মনের সাথে 

যুদ্ধ করে হেরে যায়।”

“যদি জানতাম জিবনের সব চাওয়া পুরন হয়না

তাহলে কখনই তোমাকে চাইতাম না ।

কারণ, আজ তোমাকে পাওয়ার চেষ্টায় 

নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি।”

“রিসিভ না করা প্রতিটা কল ,

উত্তর না দেয়া প্রতিটা মেসেজ,

আর এরিয়ে যাওয়া প্রতিটা কথা,

বুঝিয়ে দিয়েছিল আমি কতটা 

মূল্যহীন হয়ে গেছি।”

“সম্পর্কের মৃত্যু তো তখনই হওয়া শুরু হয়

যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে।”

“জিবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি,

চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি ।

তবু ও পেলামনা সুখের দেখা।”

“তোমার শহরের কোথাও আমি নেই ,

অথচ আমার পুরো শহরটাই তুমি।

তুমি আমার বাস্ততা 

আর আমি তোমার অবসর।”

আবেগী কষ্টের স্ট্যাটাস । Emotional sad status

“তুমি হয়তো কাউকে পেয়ে সুখী,

আমি হয়তো তোমাকে হারিয়ে দুখি।

কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য এটাই,

তুমি অভিনয় করে জিতেছো,

আর আমি ভালোবেসে হেরেছি।”

“আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম

বৃষ্টি এসে ধুইয়ে নিয়ে গেলো

যখন আকাশে লিখলাম

মেঘে ঢেকে গেলো

আর যখন আমার হৃদয়ে লিখলাম

ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।”

“তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়,

আমি তবে থাকব ভালো তোমার ভালো থাকায়।”

“ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে

তারাই ভালো করেছে 

তা না হলে প্রতিদিনই নতুন করে 

মনের মরন হত ।”

“সুখী মানুষের রাতগুলো খুব ছোট হয় 

চোখ বন্ধ করার সাথে সাথেই নাকি ভোর হয়ে যায়

কিন্তু অসুখী মানুষের রাত অনেক দীর্ঘ হয়,”

“ভালোবাসা হল এমন একটি মায়া,

তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে

যতই ভুলে যাবে ততই মনে পরবে

আর যত বেশি হাসবে

তারচেয়ে অনেক বেশি কাঁদবে।”

“যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি

তোমার একফোঁটা অশ্রুর কারণ হব আমি

তাহলে কখনই তোমার জীবনে আসতাম না

শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায়।”

“কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে,

যদি সেখানে ভালোবাসাই না থাকে।”

“নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়,

কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।”

“অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিওনা,

কারণ সে হারিয়ে গেলে তোমার সুখ আর খুঁজে পাবেনা।”

“তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে,

তোমাকে বুঝাইনি বুঝিয়েছি নিজেকেই।”

“কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,

কিন্তু তারচেয়ে ও বেশি কষ্টের আসবেনা জেনে ও

অপেক্ষা করা।”

“আমি ছিঁড়ে ফেলেছি ডাইরির সব পাতা

যেখানে লিখা ছিল হাজারও স্বপ্নের কথা

আমি ছিরতে পারিনি আমার মনের পাতা

যেখানে জমা আছে অনেক ব্যাথা ”

“পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যাথা আছে,

শুধু প্রকাশ করার ধরনটা আলাদা।”

“অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা

হয়তো তাকে তুমি কিছুদিন হাসাবে

কিন্তু যখন তুমি চলে যাবে আপন ঠিকানায়

সে সারাজীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।”

“ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো,

অনুভুতি হারায় না হারিয়ে যায় সময়গুলো।”

“এখন আর আমি একা নই ,

তুমি চলে গেছো তাতে কি হয়েছে

তোমার দেয়া কষ্ট গুলো এখন আমার

ঘুমহীন রাতের নিত্যসঙ্গী।”

“তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকি জীবন

তাহলে কি আমি থাকব আর এই পৃথিবীতে তখন।”

“জানি ফিরবেনা এই মনের নীরে,

তবু ও অপেক্ষায় থাকব সারাজীবন ধরে।”

“মেঘলা আকাশ মেঘলা মন

মেঘের সাথে কথোপকথন

আমি আছি যেমন তেমন

বন্ধু তুমি আছো কেমন।”

“আমি সত্যিয়েই ব্যারথ

কারণ আমি তোমাকে কখনো বুঝাতে পারিনাই

তোমাকে কতটা ভালবাসি।”

“তোমার এই শহরের কোণে

 কেউ মায়া জমায় কি ?

আমি এখন ও ভাবি

সেই তোমাকে ফেরানো যাবে কি”

Sad status in bengali | Breakup status bangla

আশা করছি আজকের আবেগী কষ্টের স্ট্যাটাস গুলো আপনাদের অনেক ভালো লেগেছে,আবার আবেগী কষ্টের স্ট্যাটাস গুলো অনেকের সাথে মিলে ও গেছে । তারা সবাই কমেন্ট করে জানিয়ে দিন আর এই ধরনের পোস্ট পেতে নিয়মত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন । 

আর আজকের আবেগী কষ্টের স্ট্যাটাস গুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আবেগী কষ্টের স্ট্যাটাস । কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই আবেগী স্ট্যাটাস শেয়ার করতে চান তাদের জন্য আজকের আবেগী কষ্টের স্ট্যাটাস গুলো দেয়ার করে দিন । এবং যারা প্রিয়জনদের হারিয়ে কষ্টে আছেন বা আপনারা ফ্রেন্ড সার্কেলে কেউ কষ্টে থাকলে তাকে আবেগী কষ্টের স্ট্যাটাস শেয়ার করে তার মন হালকা করতে সাহায্য করুন ।

সুমাইয়া জাহান ফাতেমা

You are currently viewing আবেগী কষ্টের স্ট্যাটাস । Emotional sad status
আবেগী কষ্টের স্ট্যাটাস

Leave a Reply

eight + 15 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.