ইংরেজি শেখার সহজ উপায় – ( ১০ টি ) | কিভাবে ইংরেজি শিখবো
আসসালামু আলাইকুম প্রিয় Reader, আপনারা অনেকেই ইংরেজি শেখার সহজ উপায় জানতে চান । তাই আজকের ইংরেজি শেখার সহজ উপায় আয়োজন আপনাদের জন্য ।
ইংরেজি শেখার সহজ উপায়
বর্তমান সময়ে ইংরেজি কথা বলটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়ছে । যেখানে সেখানে আমাদের ইংরেজি তে কথা বলতে হয় । স্কুল , কলেজ , ফ্রেন্ড সার্কেল বা কোন চাকুরীর ইন্টার্ভিউ দিতে গেলে ও আমাদের সেখানে ইংরেজিতে কথা বলতে হয় ।
এ ছাড়া ও ইংলিশ হচ্ছে এমন একটা ভাষা যেটা ইন্টারন্যাশনাল ভাষা যেকোনো দেশে গেলে ওই দেশের ভাষা জানতে হয় না ইংরেজিতে কথা বলতে পারলে আপনি যে কোন দেশ ঘুরে আস্তে পারবেন নিশ্চিন্তে । তাই ইংরেজি শিখা বর্তমান সময়ের জন্য অনেক বেশি প্রয়োজন ।
তাই আমাদের প্রথমে সহজ ভাবে ইংরেজি প্র্যাকটিস করা দরকার ।
যাতে যেকোনো পরিস্থিতিতে আত্ম বিশ্বাসের সাথে ইংরেজি বলে আসতে পারি ।
এজন্য অনেকেই ইংরেজি শেখার সহজ উপায় জানতে চান । আর আপনি ও যদি হন তাদের এই একজন, আপনি যদি ইংরেজি শিখতে চান , তাহলে নিচের দেয়া উপায়গুলো ফলো করে ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব সহজেই ইংরেজি তে কথা বলতে পারবেন । এবং ইংরেজিতে কথা বলার জন্য নিজেকে আত্ম বিশ্বাসী করে তুলতে পারবেন ।
ইংরেজি শেখার সহজ উপায় নিম্নে দেয়া হলঃ
- ইংরেজি মুভি দেখা, নিউজ পেপার
- গুগল ট্রান্সলেট এর ব্যবহার
- YouTube এর সাহায্য নিন
- ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা
- ইংরেজিতে কথা বলা লোকেদের সাথে থাকুন
- ইংরেজি গান শুনুন
- ইংরেজি শেখার এপস ব্যবহার করুন
- ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা
- চিন্তা টা ইংরেজিতে করা
- স্পোকেন ইংলিশ ক্লাস
1 ) ইংরেজি সিনেমা, রেডিও, নিউজ পেপার ঃ
আপনার হয়তো মনে হতে পারে আমিতো ইংরেজি বুঝিয়েই না আবার ইংরেজি মুভি , বা নাটক দেখব কিভাবে বা আপনার প্রথম প্রথম না বুঝলে দেখতে ভালো ও লাগবেনা হয়তোবা কিন্তু আপনি যদি কয়েকদিন দেখে যান আর ইংরেজি শিখার চেষ্টা টা মনের মধ্যে ফিক্সড করে নেন তবে আপনি কয়েকদিন গেলেই আপনার ইংরেজি টা আয়ত্ত হবে এবং আপনার ভালো লাগবে। আর মুভি দেখে তারাতারি ইংরেজি শিখতে পারবেন তখনি আপনি যখন মুভি দেখবেন তখন আপনার মাইন্ড সেটআপ করতে হবে ইংরেজি শিখার উপর ফোকাস করে তাহলে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন আশা করছি ।
পদ্মা সেতু সম্পর্কিত পোস্ট গুলো দেখে নিতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুনঃ
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
2 ) গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুন ঃ
আপনাকে ইংরেজি শিখতে হলে অনেক ইংরেজি শব্দের অর্থ জানতে হবে । কারন আপনি ভাবছেন কোন একটা বাংলা কথা ইংরেজি তে বলবেন কিন্তু যদি আপনি সেই বাংলা শব্দের ইংরেজি টি না জানেন তাহলে আপনার ইংরেজি তে কথা বলা কোনোভাবেই সম্ভব না । তাই এক্ষেত্রে গুগল ট্রান্সলেট এর ব্যাবহার অনেক বেশি উপকারে আসে ।
গুগল ট্রান্সলেট এর মাধ্যমে যে কোন ইংরেজি শব্দ মুহূর্তেই বাংলা অর্থ জানা যায় এবং বাংলা শব্দকে ইংরেজি করা যায় মুহূর্তেই । এ জন্য ইংরেজি শিখতে গুগল ট্রান্সলেট এর ব্যাবহার ও অনেক বেশি হেল্পফুল ।
3 ) YouTube এর সাহায্যে ঃ
বর্তমান সময়ে আমরা ছোট বড় সকলেই ইন্টারনেটের সাথে কোন না কোন ভাবে কানেক্টেড । আর Pandemic এর পর থেকে পড়াশুনার ক্ষেত্রে ও ইউটিউব অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে । পড়াশুনার যেকোনো বিসয়ে ইউটিউব এ সার্চ করলে মুহূর্তের মাঝেই সব পাওা যায় এবং ঘরে বসেই শিখা যায় । তাই ইংরেজি শিখার ক্ষেত্রে ও ঠিক তাই , ঘরে বসে ইউটিউব থেকে ইংরেজি শিখা যায় অনেক ভালো ভাবে এবং সহজে । কারন ইউটিউব এ অনেক ভালো ভালো টিচার রা ইংরেজি শিখিয়ে থাকেন এবং কোর্স করান তাদের থেকে খুব সুন্দর ভাবে ইংরেজি শিখা যায় ।
4 ) ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা ঃ
ইংরেজি শিখার ক্ষেত্রে Grammar এর বিকল্প কিছু নেই । আপনাকে বেসিক ইংরেজি শিখতে হলে ও Grammar জানতে হবে । যতদিন পর্যন্ত আপনি ইংরেজি গ্রামার ভালভাবে না সিখবেন ততদিন ইংরেজি ও আপনি শিখতে পারবেন না । এজন্য ইংরেজি গ্রামার বই আছে বা ইউটিউব এ ও ইংরেজি গ্রামার ক্লাস আছে সেখান থেকে আপনি English Grammar শিখতে পারেন ।
5 ) ইংরেজিতে কথা বলা লোকেদের সাথে থাকুন ঃ
ইংরেজি সিখে সেটা চর্চা না করলে আপনার ইংরেজি শিখা টা পরিপূর্ণ হবেনা । কারন আপনার চর্চা না থাকলে আপনি মানুষের সাথে ইংরেজি বলতে গেলে আপনার জড়তা আসবে , দ্বিধা বোধ করবেন , তাই আপনি কয়েকদিন ইংরেজি শিখার পড়ে নিজে নিজে ও আয়নার সামনে দারিয়ে প্র্যাকটিস করার পড়ে আপনার বন্ধু বা পরিচিত কার সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন এটা আপনাকে সাবলীল ইংরেজি বলতে এবং ইংরেজিতে আত্মবিশ্বাসী হতে অনেক উপকারে আসবে ।
6 ) ইংরেজি গান শুনুন ঃ
আপনি নিশ্চয়েই ভাবছেন যে গান শুনে কিভাবে ইংরেজি শিখবেন । তবে আমি ও বলছিনা যে শুধু গান শুনেই আপনি ইংরেজি শিখুন । শুধু গান শুনে ইংরেজি শিখা যাবে ও না , তবে আপনি যদি উপরের সব গুলো ফলো করেন গ্রামার বুঝে থাকেন তাহলে গান শুনে আপনি নতুন নতুন শব্দ এবং কিছুতা হলে ও ইংরেজিতে লাভবান হবেন।
7 ) ইংরেজি শেখার এপস ব্যবহার করুন ঃ
ইন্টারনেটে এরকম প্রচুর apps গুলো পাবেন যেগুলোর মধ্যে ইংরেজি ভাষা শেখার সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া রয়েছে।
তাই, নিজের মোবাইলে এই ফ্রি এপস গুলো ডাউনলোড করেও ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন।
8 ) ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা ঃ
আপনি কখনই বন্ধুদের সাথে বা কোনো শিক্ষিত লোকের সাথে ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা।
কারণ, লজ্জা করলে আপনি নিজের ইংরেজির চর্চা কেবল নিজের মধ্যেই সীমিত রেখে দিবেন।
আর এর ফলে আপনার মধ্যে ইংরেজিতে কথা বলার সাহস এবং আত্মবিশ্বাস কখনোই আসবেনা।
তাই, স্পষ্ট ভাবে ইংরেজি ভাষা বলার জন্য লোকে কি বলছে সেটাতে মন না দিয়ে প্রত্যেকটি সম্ভব উপায় আপনাকে অনুসরণ করতেই হবে।
9 ) চিন্তা টা ইংরেজিতে করা ঃ
আপনাকে ইংরেজি বলতে হলে প্রথমে চিন্তা করতে হবে আপনি কি বলবেন , যা বলবেন সেটা আগে মনে মনে বাংলায় সাজিয়ে পরে সেটা ইংরেজি করবেন এরপরে সেটা বলবেন । আপনি যদি মনে মনে আগে গুছিয়ে নিতে পারেন তবে আপনার ইংরেজি বলা অনেক সহজ হবে কারন আপনি যদি বাংলা বলবেন না ভেবে ইংরেজি বলবেন এই চিন্তা টা মাথায় রাখেন তবেই ইংরেজি বলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ।
10 ) স্পোকেন ইংলিশ ক্লাস ঃ
আপনি যদি উপরের নিয়মগুলো ফলো করার পড়ে ও ইংরেজি বলতে না পারেন তাহলে আপনি একটি Spoken English বই সংগ্রহ করে সেটা ও পরতে পারেন বাজারে বা লাইব্রেরী তে ইংরেজি শেখার সহজ উপায় অনেক লেখকের অনেক প্রকার Spoken English বই পাওাজায় আপনি সেখান থেকে বই সংগ্রহ করে সেয়া থেকে ও প্র্যাকটিস করতে পারেন । এবং আপনার এলাকায় বা নিকটে কোন এংরেজি শিখার প্রতিষ্ঠান থাকলে আপনি সেখান থেকে ও শিখতে পারেন ।
best 20 YouTube channels for Digital Marketing and SEO Learning.
High CPC Keywords For YouTube & Blogs
Freelancing Course In Bangladesh
শেষকথা ঃ ইংরেজি শেখার সহজ উপায় পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আশা করছি আজকের ইংরেজি শেখার সহজ উপায় পোস্ট টি পড়ে আপনারা উপকৃত হবেন । যদি আজকের ইংরেজি শেখার সহজ উপায় পোস্ট টি আপনারা পড়ে একটু ও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের ইংরেজি শেখার সহজ উপায় পোস্ট টি ।
জাজাকাল্লাহ খাইরান ।
অনেক উপকৃত পোস্ট ধন্যবাদ ভাইয়া।