ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম – Marketer Rashed

আসসালামু আলাইকুম প্রিয় Reader, আজকে আমি ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম সম্পর্কে লিখব । কারন ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম । এবং বিশ্বের সকল দেশের মানুষের আয়ের অনেক বড় একটি উৎস । ইউটিউব এ আপনি ও চ্যানেল খুলে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে পারেন ।

তবে শুধু মাত্র ভিডিও আপলোড করলেই টাকা আসবেনা । ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে ইউটিউবের বেশ কিছু নিয়ম আছে সেগুলো মেনে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে হবে , এবং ইউটিউবের সব নিয়ম মেনে চললে ইউটিউব থেকে হিউজ পরিমান ইনকাম সম্ভব , যা হয়ত আপনি কল্পনা ও করতে পারবেন না । 

আর ইউটিউব চ্যানেল চালানোর ক্ষেত্রে এর নিয়ম গুলোর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি স্টেপ হল ইউটিউব চ্যানেল ভেরিফাই করা । 

আজকের পোস্ট টি হল ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম লিখব ।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম নিম্নে দেয়া হলঃ 

  • প্রথমে নিজের E-mail  আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগ-ইন করুন।
  • ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার পর ডান দিকে একেবারে ওপরের দিকে ‘Profile Photo’-তে ক্লিক করলে সেখানে কিছু অপশন দেখতে পাবেন ।
  • সেখান থেকে ‘YouTube Studio’ অপশনে ক্লিক করুন ।
  • এখন ‘Setting’ অপশনে ক্লিক করে ইউটিউব চ্যানেলের সেটিং পেজে যান ।
  • সেটিংস থেকে ‘Channel’ অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘Features Eligibility’ অপশনে ক্লিক করুন। 
  • এই দুটি ধাপ শেষ করে ‘Eligible’ option এ ক্লিক করুন ।
  • ‘Verify Phone Number’ অপশনে ক্লিক করুন ।
  • ফোন ভেরিফাই করা জন্য আপনার country select করুন ।
  • তার পর আপনি যেই নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেই Mobile number type করুন ।
  • এরপর ‘Get Code’ বাটনে ক্লিক করুন । তাহলে আপনি যেই নাম্বার দিয়েছেন ভেরিফাই করতে সেই number এ ৬ ডিজিটের একটি কোড যাবে । 
  • সর্বশেষে ,মোবাইল নম্বরে যে ছয় Digit-এর ভেরিফিকেশন কোড যাবে সেখানে OTP দিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
  • এরপর একটি মেসেজ পাবেন ‘Congratulations! Your phone number is now verified’; 

“অর্থাৎ, আপনার ইউটিউব চ্যানেল ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে।” 

দেখে নিন 👉 ইংরেজি শেখার সহজ উপায়

তো এভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেল টি ভেরিফাই করে নিতে পারেন খুব সহজেই । আর এরপরে আপনি আপনার ইউটিউব চ্যানেলে নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন ।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম পোস্ট  টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আশা করছি আজকের ইউটিউব চ্যানেল ভেরিফাই পোস্ট টি আপনাদের ভালো লাগবে, আর বুঝতে পেরেছেন ।

কারন আমি আপনাদের সুবিধার্থে ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম গুলো সহজ করে এবং স্টেপ বাই স্টেপ গুছিয়ে লেখার চেষ্টা করেছি । 

আপনারা আজকের ইউটিউব চ্যানেল ভেরিফাই পোস্ট অনুযায়ী আপনার চ্যানেলটি ভেরিফাই করলে আশা করছি কোন ঝামেলা ছাড়াই করতে পারবেন ।

তো আজকের ইউটিউব চ্যানেল ভেরিফাই পোস্ট টি আপনার কেমন লাগলে কমেন্ট করে জানাবেন । এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।

( সুমাইয়া জাহান ফাতেমা )

সবার সুস্থতা কামনা করছি । জাযাকাল্লাহ খাইরান ।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম
ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম

Leave a Reply

10 + 8 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.