কুরবানীর পশুর বয়স কত হতে হবে
কুরবানীর পশুর বয়স কত হতে হবে তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান যে,কুরবানীর পশুর বয়স কত হতে হবে । তাই আজকের পোস্টে আপনাদের সুবিধার্থে কুরবানীর পশুর বয়স কত হতে হবে তা বিভিন্ন হাদিস এবং আলেমদের মতামত তুলে ধরব ইনশাআল্লাহ্ ।
কুরবানীর পশুর বয়স কত হতে হবে তা পশু ভেদে ভিন্ন ভিন্ন বয়স সীমা রয়েছে। তা নিচে উল্লেখ করা হলো ঃ
- উট দিয়ে কুরবানি করতে চাইলে এর বয়স সর্বনিম্ন ৫ বছর হতে হবে।
- গরু ,মহিষ দিয়ে কুরবানি করতে চাইলে এদের বয়স সর্বনিম্ন ২ বছর হতে হবে।
- আর ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে কুরবানি করতে চাইলে এদের বয়স সর্বনিম্ন কমপক্ষে ১ বছরের হতে হবে।
তবে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে যদি বয়স এক বছরের হয় কিন্তু স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট হয় , তাহলে আগুল দিয়ে কুরবানি করা জায়েজ । তবে আগুল দেখতে যদি এক বছরের মত হয় কিন্তু বয়স সর্বনিম্ন ৬ মাস হতে হবে ।
তবে ছাগলের বয়স এক বছর পুরন না হলে কন অবস্থাতেই ওই ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ হবে না । (কাযীখান ৩/৩৪৮)
কুরবানির পশু জবাইয়ের আগে আর কিছু বিশেষ সুন্নাত এবং ওয়াজিব কাজ রয়েছে ।কুরবানির পশু জবাইয়ের আগে কুরবানির নামাজ পড়ে নিতে হয় ।
কুরবানির নামাযের নিয়ম ও দোয়া জানতে এই লিঙ্ক এ ভিজিট করুন!
হাদিসে এসেছে-
হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা অবশ্যই মুসিন্না (নির্দিষ্ট বয়সের পশু) কোরবানি করবে। তবে তা তোমাদের জন্য দুষ্কর (পাওয়া কষ্টকর) হলে ছয় মাসের মেষশাবক কুরবানি করতে পারবে। (মুসলিম)
কুরবানীর পশুর বয়স কত হতে হবে তা আমাদের জানা অতি জরুরি ।কারন, কুরবানি হল আমরা যেগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশুকে উৎসর্গই করে থাকি । কুরবানির পশুর বয়সের পাশাপাশি কুরবানির কিছু বিশেষ নিয়ম রয়েছে যেগুলো না মেনে এবং কুরবানীর পশুর বয়স কত হতে হবে তা না জেনে কম বয়সী পশু কুরবানি করলে কুরবানি কুবল হবেনা ।
যেমন কুরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত । সর্বোত্তম হল কুরবানির পশু হবে সুন্দর, নিখুঁত, অধিক গোশত সম্পন্ন এবং হৃষ্টপুষ্ট।
হাদিসে এসেছে, ‘হজরত বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন, চার ধরনের পশু, যা দিয়ে কুরবানি করে তা জায়েজ হবে না। আর তাহলো-
১) অন্ধ। যে গরু চোখে দেখতে পায় না স্পষ্ট।
২) রোগাগ্রস্ত। রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট।
৩)পঙ্গু। যে পশু হাটাচলা করতে পারে না।
৪)আহত। যার কোনো অঙ্গ ভেঙে গেছে তা স্পষ্ট।
হাদিস গ্রন্থ নাসাঈতে ‘আহত পশুর স্থলে ‘পাগল’উল্লেখ করা হয়েছে। (তিরমিজি, নাসাঈ)
হাদিসের অন্য বর্ণনায় এসেছে যে, এ সব পশু দ্বারা কুরবানি করলে তার কুরবানি পরিপূর্ণ হবে না।
তাই পশু কেনার সময় উল্লেখিত বিষয়গুলো খেয়াল করতে হবে। তা না হলে কুরবানি কবুল হবে না ।
আশা করছি আজকের পোস্টটি পড়ে আপনারা জানতে পেরেছেন কুরবানীর পশুর বয়স কত হতে হবে ।
কুরবানি ২০২২ কত তারিখে বাংলাদেশে জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন !
আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানির নিয়ম মেনে কুরবানি দেয়ার তৌফিক দিন । এবং সকলের কুরবানি কবুল করে নিক । আমিন
জাযাকাল্লাহ খাইরান।