ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ কেমন হওয়া উচিৎ বা কি ধরনের ল্যাপটপ কিনা উচিৎ তা নিয়ে আপনাদের বিভিন্ন জনের মতামতের একটি পোস্ট দিলাম। আশা করছি এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং-এর কাজ করার জন্য কেমন ল্যাপটপ উপযুক্ত?
ডিজিটাল মার্কেটিং এর জন্য সাধারন ল্যাপটপই যথেষ্ট। আপনি যদি গ্রাফিক্স ডিজাই, এনিমেশন, অগমেন্টেড রিয়েলিটি জাতীয় কোন কাজ করেন সেক্ষেত্রে খুব হাইএন্ড মেশিন হলে ভালো হয়।
ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ কেমন হওয়া উচিৎ
ডিজিটাল মার্কেটিং এর পরিধি অনেক বড়। আপনি ঠিককি কি বিষয় নিয়ে কাজ করেন বা করবেন জানি না। তবে সোস্যাল মিডিয়ামার্কেটিং এর কনটেন্টও নিজে বানানোর চিন্তা করেন সেক্ষেত্র ফটোশপ চলবে এমন একটা ল্যাপটপ হলেই চলবে। হাইএন্ড পিসির দরকার নেই।
খুব হাই কনফিগারেশনের ল্যাপটপ লাগবে না। সাধারণ স্যান্ডার মানের গুলো দিয়েই হবে, তবে সব নির্ভর করছে আপনার ওপর, যত ভালো মানের নিবেন কাজ করে তত মজা পাবেন, সময় বাঁচাতেও পারবেন।
কোর আই ৩, ৬ষ্ঠ জেনারেশন, ৪ জিবি র্যাম + এসএসডি হলেই যথেষ্ট।
“ডিজিটাল মার্কেটিং এর যত সোর্স সব মিলিয়ে একটি কোর্স”
“ডিজিটাল মার্কেটিং এর যত সোর্স সব মিলিয়ে একটি কোর্স”
ডিজিটাল মার্কেটিং এর বড় 10 টি সেক্টর শেখানো হবে এই কোর্সটিতে!
যেগুলো শিক্ষার মাধ্যমে যে কেউ এই সেক্টরে পরিপূর্ণভাবে স্কিলড হতে পারবে এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে সফলভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ! বিস্তারিত জানার জন্য এই লিংকে ভিজিট করুন। বিস্তারিত
ডিজিটাল মার্কেটিং-এর জন্য কেমন ল্যাপটপ দরকার?
আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনি কেমন কিনবেন। তবে ৪০ থেকে ৪৫ মধ্যে কিনলে ভাল ল্যাপটপ পাবেন।
কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব ল্যাপটপ না কিনে পিসি কিনেন ব্যবহার করে অনেক মজা পাবেন।
ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য ওয়ালটন-এর ল্যাপটপগুলো কেমন হবে?
ওয়ালটন যে কনফিগারেশন দেখায় তাতে ভাল হবার কথা। তবে দেশি জিনিস ত মানুষের আস্থা একটু কম থাকে।
ডিজিটাল মার্কেটিং করার জন্য কোন কনফিগারেশন এর ল্যাপটপ ভালো হবে?
ডিজিটাল মার্কেটিং এর জন্য তেমন হাই কোয়ালিটি কম্পিউটার লাগেনা।
এইটা নিতে পারেন
Intel 10th Gen Core i5-10400 Special PC
Gigabyte H510M H Intel 10th and 11th Gen Micro ATX Motherboard
8GB 3200MHz RAM+ 256GB SSD+ 1TB HDD
Intel 10th Gen Core i5-10400 Processor
MaxGreen 5907BG Casing
35,900৳
ডিজিটাল মার্কেটিং করার জন্য কোনটা ভালো হবে ল্যাপটপ না কম্পিউটার?
ডিজিটাল মার্কেটিং এর জন্য হাই কনফিগারেশন এর কিছু লাগেনা।
আপনার কাছে যদি core i 3 প্রসেসর আর ৪ জিবি র্যামের ডেস্কটপ বা ল্যাপটপ থাকে আপনি অনায়াসে কজা করতে পারবেন।
আর গ্রাফিকস ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য হাইলি কনফিগারেশন সেট আপ প্রয়োজন।
Digital marketing করার জন্য কী ধরনের ল্যাপটপ নেওয়া যায়?
এটির আসল উত্তর ছিল: Digital marketing করার জন্য কি ধরনের ল্যাপটপ নেওয়া যায়?
ডিজিটাল মার্কেটিং করতে আহামরি কোন ল্যাপটপের প্রয়োজন নেই। আপনি খুবই সাধারণ মানের একটি ল্যাপটপ দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন। এমনকি আপনার স্মার্টফোনটিই ডিজিটাল মার্কেটিং করার জন্য যথেষ্ট।
মূলত ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি লাগে যখন ডিজাইনিং বা এডিটিং সেক্টরে কাজ করতে হয়। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন, কিংবা ভিডিও এডিটিং (ওয়েব ডিজাইনের জন্য ও সাধারণ মানের পিসি যথেষ্ট) এর কাজগুলো যখন করতে হয় তখন কিছু বড় সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়ে। ডিজিটাল মার্কেটিং করতে তেমন বড় কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয় না। লেখালিখি করা যায় এমন একটা ডিভাইসই যথেষ্ট।
ডিজিটাল মার্কেটিং করার জন্য আহামরি খুব দামি ল্যাপটপ ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। আপনি অল্প বাজেটের কিছু ল্যাপটপ ব্যবহার করেই ডিজিটাল মার্কেটিং করতে পারেন।
আর অল্প দামের ল্যাপটপ সম্পর্কে ধারণা নিতে নিচের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। এই বাজেটের একটি ল্যাপটপ দিয়ে আপনি অনায়াসেই ডিজিটাল মার্কেটিং করতে পারেন।
ডিজিটাল মার্কেটিং করার জন্য কোনটা ভালো হবে ল্যাপটপ না কম্পিউটার?
ডিজিটাল মার্কেটিং এর জন্য হাই কনফিগারেশন এর কিছু লাগেনা।
আপনার কাছে যদি core i 3 প্রসেসর আর ৪ জিবি র্যামের ডেস্কটপ বা ল্যাপটপ থাকে আপনি অনায়াসে কজা করতে পারবেন।
আর গ্রাফিকস ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য হাইলি কনফিগারেশন সেট আপ প্রয়োজন।