ভিক্ষা দিয়ে বা দান করে দু’আ চাওয়া যাবে কিনা? ইসলাম কি বলে দেখুন-
ভিক্ষা দিয়ে বা দান করে দু’আ চাওয়া বৈধ নয়ঃ
ফকীরকে/ভিক্ষুককে ভিক্ষা দেয়ার পর দু’আ করতে বলা যাবে না। যদি ভিক্ষা দিয়ে দু’আ চাওয়া হয়, তাহলে ভিক্ষুকের কাছে কৃতজ্ঞতা কামনা করা হয় এবং (দানকারী) দানের বিনিময় চাওয়া হয়।
মহান আল্লাহ বলেছেনঃ
“তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতীম ও
বন্দীকে আহার্য দান করে। তারা বলেঃ কেবল
আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে
আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন
প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।”
[আল-কুরআন; সূরা দাহর: আয়াত: ৭৬:৮-৯]
ইমাম ইবনে তাইমিয়া (রহ:) বলেছেনঃ
‘যে ব্যক্তি ফকীরকে সাহায্য করার পর তার কাছে
দুয়া বা কৃতজ্ঞতা চাইবে সে এই আয়াতের অন্তর্ভুক্ত
হবে না।’
এই কারণে যে, দুয়া সবচেয়ে বড় প্রতিদান ও উচ্চ
পর্যায়ের কৃতজ্ঞতা। দানকারী যখন এগুলো চাইবে,
তখন সে যেন তার দানের বিনিময় চাইল।
[মাজমূ ফতোয়া; ইবনে তাইমিয়া; পৃষ্ঠা: ১১/১১১]