ইসলাম
ইসলাম

রোযা অবস্থায় মেসওয়াক ও সুগন্ধি ব্যবহার করার বিধান

আজকে আমরা রোযা অবস্থায় মেসওয়াক ও সুগন্ধি ব্যবহার করার বিধান

সম্পর্কে জানানর চেষ্টা করবো এই পোস্টে।

বিশুদ্ধ কথা হচ্ছে দিনের প্রথম ভাগে যেমন শেষ ভাগেও তেমন মেসওয়াক করা সুন্নাত।

কেননা নবী ﷺ বলেন,

ﺍﻟﺴِّﻮَﺍﻙُ ﻣَﻄْﻬَﺮَﺓٌ ﻟِﻠْﻔَﻢِ ﻭﻣَﺮْﺿَﺎﺓٌ ﻟِﻠﺮَّﺏِّ

মেসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা ও প্রভুর সন্তুষ্টি

অর্জনের মাধ্যম।[21]

[বুখারী মুআল্লাক সনদে, অধ্যায়ঃ ছিয়াম, অনুচ্ছেদ:

রোযাদারের কাঁচা ও শুকনা মেসওয়াক ব্যবহার করা]

তিনি আরো বলেন,

ﻟَﻮْﻻ ﺃَﻥْ ﺃَﺷُﻖَّ ﻋَﻠَﻰ ﺃُﻣَّﺘِﻲ ﺃَﻭْ ﻋَﻠَﻰ ﺍﻟﻨَّﺎﺱِ ﻷَﻣَﺮْﺗُﻬُﻢْ ﺑِﺎﻟﺴِّﻮَﺍﻙِ

ﻣَﻊَ ﻛُﻞِّ ﺻَﻼﺓٍ

আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করলে আমি

প্রত্যেক নামাযের সময় তাদেরকে মেসওয়াক করার

নির্দেশ দিতাম। [বুখারী, অধ্যায়ঃ ছিয়াম, অনুচ্ছেদ:

রোযাদারের কাঁচা ও শুকনা মেসওয়াক ব্যবহার করা।

মুসলিম, অধ্যায়ঃ পবিত্রতা, অনুচ্ছেদ: মেসওয়াক করা]

অনুরূপভাবে আতর-সুগন্ধি ব্যবহার করাও রোযাদারের জন্য জায়েয। চাই তা দিনের প্রথম ভাগে হোক বা

শেষ ভাগে। চাই উক্ত সুগন্ধি ভাপ হোক বা তৈল জাতীয় বা সেন্ট প্রভৃতি হোক। তবে ভাপের সুগন্ধি নাকে টেনে নেয়া জায়েয নয়। কেননা ধোঁয়ার মধ্যে প্রত্যক্ষ ও অনুভবযোগ্য কিছু অংশ আছে যা নাক দ্বারা গ্রহণ করলে নাকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে পেটে পৌঁছায়।

ধুমপানের ক্ষেত্রে যেহেতু ধুঁয়াটাই নাকের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে এজন্য তা দ্বারা

রোযা ভঙ্গ হবে। অবশ্য ধুমপান মূলতঃ হারাম কাজ। যা থেকে বেঁচে থাকা মুসলমান তো অবশ্যই

প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য)।

এজন্য নবী ﷺ লাক্বীত বিন ছাবুরা

(রাঃ) কে বলেছেন,

ﺑَﺎﻟِﻎْ ﻓِﻲ ﺍﻻﺳْﺘِﻨْﺸَﺎﻕِ ﺇِﻻَّ ﺃَﻥْ ﺗَﻜُﻮﻥَ ﺻَﺎﺋِﻤًﺎ

ছিয়াম অবস্থায় না থাকলে ওযুর ক্ষেত্রে নাকে

অতিরিক্ত পানি নিবে। [আবু দাঊদ, অধ্যায়: নাক ঝাড়া, ১৪২।

তিরমিযী, অধ্যায়ঃ পবিত্রতা, অনুচ্ছেদঃ আঙ্গুল খিলাল

করার বর্ণনা।]

লেখক/সংকলকঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন

(রহঃ)

গ্রন্থঃ ফাতাওয়া আরকানুল ইসলাম

বিভাগঃ সিয়াম

প্রশ্ন নং ৪১২

আরো পড়ুন,

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব

রমজান মাসের দোয়া এবং আমল সমূহ

রমজানের মাসআলা সমূহ

রমজানের পূর্ব প্রস্তুতি যেভাবে নেবেন

রমজানের সময় সূচি 2022

ইফতারের দোয়া এবং নিয়ত

রোজার নিয়ত

রোজার নিয়ত করা কি ফরজ

রোজা ভঙ্গের কারণ সমূহ

Leave a Reply

5 × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.