স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ২০২২ । অনার্স ১ম বর্ষ

অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২। ( স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ) 

অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ বাংলা বিভাগের ( স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ) নিয়ে আমাদের আজকের পোস্ট। আজকে আমি আপনাদের  জন্য আপনাদের সুবিধার্থে অনার্স ১ম বর্ষ ২০২২ সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস  স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন অংশ টা সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি।

সম্পূর্ণ পোস্ট টি পড়লে আশা করছি আপনাদের অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন এর জন্য অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ্‌।

এবং অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন এবং বাংলা বিভাগের সকল সাবজেক্ট নিয়ে ধারাবাহিক ভাবে পোস্ট করব ইনশাআল্লাহ্‌ । আপনারা যদি বাংলা বিভাগের সকল সাবজেক্ট সাজেশন পেতে চাইলে নিয়মত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ।

এবং মার্কেটিং সংক্রান্ত পোস্ট পেতে এই লিঙ্ক এ ভিজিট করুনঃ ইন্সটাগ্রাম মার্কেটিং

নিম্নে অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ) দেয়া হলঃ

অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ) 

ক – বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

১ ) ইতিহাস বা History শব্দ টি প্রথমে কে ব্যাবহার করেন ?

উত্তরঃ ইতিহাসবিদ হিরোডাটাস ব্যাবহার করেন ।

২ ) বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কবে পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করেন ?

উত্তরঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ।

৩ ) লাহোর প্রস্তাবের মুল বক্তব্য কি ছিল ?

উত্তরঃ মুসলিমদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করা ।

৪ ) বাঙ্গালি জাতীয়তাবাদ কবে থেকে শুরু হয় ?

উত্তরঃ ১৯০৫ সাল থেকে ।

৫ ) কতসালে মুজিবনগর সরকার গঠন হয় ?

উত্তরঃ ১৯৭১ সালে ১০ এপ্রিল ।

৬ ) ভূ – প্রকৃতি কি ?

উত্তরঃ ভূ প্রকৃতি হল কোন অঞ্চলের অবস্থান , আকার , আয়তন , আবহাওয়া , জলবায়ু ইত্যাদির সমষ্টি ।

৭ ) বাংলার প্রধান ৪ টি জনপদের নাম লিখ ।

উত্তরঃ ১ ) বঙ্গ  ২ ) পুণ্ড্র  ৩ ) রাড়  ৪ ) সমতট

৮ )  আর্য শব্দের অর্থ কি ?

উত্তরঃ বিশ্বস্ত মানুষ বা একই জাতের মানুষ ।

৯ ) প্রাচীন বাংলার প্রথম গ্রন্থ কোনটি ?

উত্তরঃ চর্যাপদ ।

১০ ) পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ গোপাল ।

১১ ) বঙ্গভঙ্গ কী ?

উত্তরঃ ভারতের সর্ব বৃহৎ ‘বাংলা প্রদেশ’ নামক প্রদেশকে বিভক্ত করে পূর্ববঙ্গ  ও আসাম প্রদেশ নামে নতুন এক প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত ।

১২ ) ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করা হয় কত সালে ?

উত্তরঃ ১৯৪০ সালে ।

১৩ ) লাহোর প্রস্তাবের অনিবার্য ফল কি ছিল ?

উত্তরঃ পাকিস্তান সৃষ্টি ।

১৪ ) পাকিস্তানের প্রথম রাজধানী কি ছিল ?

উত্তরঃ করাচি ।

১৫ ) আমলাতন্ত্রের জনক কে ?

উত্তরঃ জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স অয়েবার ।

১৬ ) বাংলা একাডেমীর পূর্ব নাম কী ?

উত্তরঃ বর্ধমান হাউস ।

১৭ ) সামরিক শাসন কী ?

উত্তরঃ সামরিক বাহিনী যখন কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে শাসনকার্য পরিচালনা করে তাকে সামরিক শাসন বলে ।

১৮ ) পাকিস্তানে প্রথম সামরিক আইন কত সালে জারি হয় ?

উত্তরঃ ১৯৫৮ সালের ৭ অক্টোবর ।

১৯ ) অক্টোবর বিপ্লব কী ?

উত্তরঃ ফিল্ড মার্শাল আইয়ুব খানের ক্ষমতা গ্রহণ কে অক্টোবর বিপ্লব বলে ।

২০ ) মৌলিক গণতন্ত্র কী ?

উত্তরঃ আইয়ুব খান করতিক প্রবর্তিত শাসন বেবস্থাকে মৌলিক গণতন্ত্র বলে ।

২১ ) জাতীয়তাবাদ কী ?

উত্তরঃ স্বাজাত্য বোধ বা চেতনার দ্বারা উদবুধ হয়ে একটি জাতি যখন তার সমাজ – সংস্কৃতিতে যে ঐক্যবধ্য চেতনার প্রতিফলন ঘটায় তাকে জাতীয়তাবাদ বলে । 

২২ ) আগরতলা মামলা কেন করা হয় ?

উত্তরঃ ৬ দফার দাবি দমনের জন্য ।

২৩ ) আগরতলা মামলায় আসামি ছিল কয়জন ?

উত্তরঃ ৩৫ জন ।

২৪ ) আগরতলা মামলার প্রধান আসামি কে ছিল ?

উত্তরঃ শেখ মুজিবুর রাহমান ।

২৫ ) ১৯৬৯ গণঅভ্যুত্থান কী ?

উত্তরঃ গণতন্ত্র বাস্তবায়ন প্রতিষ্ঠা এবং সকল গণবিরোধী শক্তি ও সামরিক আমলাদের কর্তৃক অবসানের লক্ষে ১৯৬৯ সালে পূর্ব বাংলার ছাত্র প্রেমিক কৃষক ছয় দফা ও এগারো দফার ভিত্তিতে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুধে যে সংগ্রাম করে তাই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান নামে পরিচিত ।

২৬ ) শেখ মুজিবুর রাহমান কে কখন বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় ?

উত্তরঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ।

২৭ ) এদেশের মানুষ চাইনা আমি মাটি চাই – কার উক্তি ?

উত্তরঃ ইয়াহিয়া খানের ।

২৮ ) ২৫ মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল ?

উত্তরঃ অপারেশন সার্চ লাইট ।

২৯ ) Genocide শব্দের অর্থ কী ?

উত্তরঃ গণহত্যা ।

৩০ ) মুজিব নগর সরকার কবে গঠিত হয় ?

উত্তরঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল ।

৩১ ) মুজিবনগরের পূর্ব নাম কি ছিল ?

উত্তরঃ বৈদ্যতনাথতলা ।

৩২ ) মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয় ?

উত্তরঃ ছাত্রলীগ ও আওয়ামীলীগের বাছাই করা শিক্ষিত তরুণদের নিয়ে মুজিব বাহিনী গঠিত হয় ।

৩৩ ) বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন ?

উত্তরঃ শাহ আবদুল হামিদ ।

৩৪ ) বাংলাদেশের আইন সভার নাম কী ?

উত্তরঃ জাতীয় সংসদ ।

৩৫ ) বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে ?

উত্তর ৭ টি 

৩৬ ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের শাসন কালে সংবিধান কয়বার সংশোধন করা হয় ?

উত্তরঃ ৪ বার ।

৩৭ ) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?

উত্তরঃ ডঃ কুদরত – ই – খুদা শিক্ষা কমিশন ।

৩৮ ) বঙ্গবন্ধু কখন জাতিসংঘে বাংলায় ভাষণ দেন ?

উত্তরঃ ১৯৭৪ সালের ১৫ সেপ্টেম্বর ।

৩৯ ) আওয়ামীলীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯৪৯ সালের ২৩ জুন ।

খ – বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন

১ ) বাংলা নামের উৎপত্তি সংক্ষেপে লিখ ।

২ ) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর ।

৩ ) বাঙ্গালির নৃতাত্ত্বিক পরিচয় দাও ।

৪ ) মাৎস্যন্যায় বলতে কি বুঝ ?

৫ ) বাঙালি সংকর জাতি । ব্যাখ্যা কর ।

৬ ) দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ ।

৭ ) লাহোর প্রস্তাব সম্পর্কে টীকা লিখ ।

৮ ) লাহোর প্রস্তাবের তাৎপর্য আলোচনা কর ।

৯ ) অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল ?

১০ ) পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর ।

১১ ) আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর ।

১২ ) যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল ?

১৩ ) সামরিক শাসনের বৈশিষ্ট্য আলোচনা কর ।

১৪ ) মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর ।

১৫ ) আগরতলা মামলার কারন কি ছিল ?

১৬ ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব লিখ ।

১৭ ) ‘অপারেশন সার্চলাইট’ বলতে কি বুঝ ?

১৮ ) মুজিবনগর সরকার সম্পর্কে টীকা লিখ ।

১৯ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের ভুমিকা লিখ ।

২০ ) বাংলাদেশের জাতীয় পতাকার নেপথ্য কাহিনী কী ?

গ – বিভাগঃ রচনামূলক প্রশ্ন

১ ) বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা কর ।

২ ) উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও ফলাফল ব্যাখ্যা কর ।

৩ ) লাহর প্রস্তাবের মুল প্রতিপাদ্য বিসয় ও বৈশিষ্ট্য আলোচনা কর ।

৪ ) আওয়ামীলীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর ।

৫ ) ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর ।

৬ ) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বাংলা ভাসার অবদান আলোচনা কর ।

৭ ) ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লিখ ।

৮ ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের তাৎপর্য আলোচনা কর ।

৯ ) ১৯৭১ সালের মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা কর ।

১০ ) মুজিবনগর সরকারের ভুমিকা আলোচনা কর ।

১১ ) বাংলাদেসের মুক্তিযুদ্ধে পরা-শক্তিবর্গের ভুমিকা নিরূপণ কর।

১২ ) ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর ।

১৩ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা কর। 

আমাদের আজকের পোস্ট টি ছিল মূলত বাংলা বিভাগের অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন নিয়ে । আশা করছি  অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২২ ( স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন ) পড়ে আপনাদের ভাল লেগেছে  । স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন টি পড়ে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ সাজেশন ২০২২ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন পোস্ট টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন । স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

জাযাকাল্লাহ খাইরান ।

Sumaiya Jahan Fatema

Leave a Reply

seventeen − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.