Bangla sad status
Bangla sad status

Bangla sad status | new emotional and breakup status

Bangla sad status | new emotional and breakup status

Bangla sad status যেন আমাদের সবারই ভালো লাগে , সেটা কারনে হোক বা অকারণে আমরা সবাই Bangla koster sms খুব পছন্দ করে থাকি । যদি ও আমাদের সকলের ঐ কম হোক বা বেশি কষ্ট থাকেই সবার জীবনে তাই সকলের কাছেই Bangla sad status এত প্রিয় ।

আবার আমাদের মাঝে অনেকেই আছে যারা অনেক কষ্টে আছেন প্রিয়জন কে হারিয়ে । তারা আসলেই প্রিয়জন কে হারিয়ে খুব বেশি কষ্টে থাকেন । আর তারা তাদের মনটা কে হালকা করার জন্য সোশ্যাল মিডিয়ায় Bangla sad status দিয়ে থাকেন । তাদের জন্য আজকের এই আয়োজন Bangla sad status ।

“ভালোবাসা অন্যায় নয় ,

কিন্তু ভালবাসার নামে 

অভিনয় করাটা অন্যায়।”

Bangla breakup status

“ভালোবাসা থাকা সত্ত্বেও 

 কিছু কিছু সম্পর্ক 

ভুল বোঝাবুঝির 

কারনে নষ্ট হয়ে যায় ।”

breakup sad status

“ঝরে যাওয়া পাতা জানে।

স্মৃতি নিয়ে বাঁচার মানে।

হয়তাে আমি ঝরে যাবাে

সময়ের তালে তােমার মনে।”

Bangla status

“বিশ্বাস একটি ইরেজারের মতো ,

যা প্রতিটি ভুলের পড়ে 

আর ও ছোট হয়ে যায়।”

sad status

“তীরটা যখন বুকে ডুখলো তখন

একটুও কষ্ট পায়নি,

যখন দেখলামলা মানুষটা

আমারি পরিচিত 

তখনই কষ্ট পেয়েছি।”

“আবেগ হল মােমবাতি যা

কিছুক্ষণ পর নিভে যায়।

আর বিবেক হল সূর্য যা

কখনাে নেভে না।”

Bangla status

“আমাকে ভালবাসতে হলে

আমার মৃত্যুর আগে বাসো

তা না হলে মৃত্যুর পর 

তোমাদের ভালোবাসা 

দিয়ে কি করব ।”

Bengali sad status

“সুখী হতে চাও?

খুব সহজ,,,, 

স্বার্থপর হয়ে যাও 

অনেক সুখে থাকবে ।”

sad status Bangla

“চিৎকার করে কখনও নিজেকে

নির্দোষ প্রমাণ করা যায়না!

মাঝে মাঝে চুপ থাকতে হয় !”

silent sad status

“যে ধোঁকা দেয়,

সে চালাক হতে পারে!

তবে যে ধোঁকা খায়,

সে বােকা নয়, সে বিশ্বাসী!”

Bangla koster status

“যেখানে স্বপ্নই  আমাদের

এক করতে পারে না

সেখানে বাস্তবতা তাে নির্মম।”

“কার ভিতরে কেমন মানুষ

লুকিয়ে আছে সেটা

শুধু সময় বলে দেয় ”

sad status

“নিজেকে যদি শক্তিশালী করে

তুলতে চাও।

তাহলে একলা

কিভাবে থাকতে হয়,

তা শিখে নাও।”

Motivational status

“আমি সবার মন ভালাে

রাখার চেষ্টা করি, কিন্তু

সবাই ভুলে যায় আমারাে

একটা মন আছে।”

“ছেড়ে দিল যদি ভালাে থাকে

তাহলে ছেড়ে দাও,

কারন ভালো রাখার নাম

ভালোবাসা।”

“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ

নতুন প্রেমের স্পর্শ মাখায়,

সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম

দুচোখের জল লুকায়।”

“পৃথিবীতে সবকিছু বুজতে

সময় লাগে,

কিন্তু ভুল বুঝতে একটা

মুহূর্তই যথেষ্ট !”

“তোমাকে ভুলতে পারলেও,

তোমার সৃতিগুলো কখনই

ভুলতে পারবো না ।

ভালোবাসা ক্ষণিকের জন্যে নয়

ভালোবাসা তো অনন্ত কালের 

জন্যভালোবাসা একটি নয় 

দুটি হৃদয়ের ।”

“ভালবাসার অনুভুতিগুলো

খুব আজব রকমের হয়

কখনো কষ্টের মাঝে লুকানো 

সুখ খুঁজে পাওয়া যায়।”

“পৃথিবীর সবচেয়ে 

দুর্বল স্থান হল মন,

আর সবচেয়ে দুর্বল 

অস্ত্র হল ভালোবাসা ।”

“যদি মনের অনুভুতি ঠিক থাকে

তাহলে সম্পর্কটা ও থাকে আজিবন।”

“সুখ এমন একটা App

যা সবার লাইফে Install হয় না।”

“যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো

তাহলে ভেবনা সে বোকা ছিল,

শুধু এটা ভেবো 

সে তোমাকে বিশ্বাস করেছিল

যার যোগ্য তুমি নও।”

“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট

ভর্তি টাকা থাকেনা!

মাথা ভর্তি টেনশন থাকে !

“অনেকগুলো রাত পার হয়ে গেলো

তোমার সাথে কথা বলিনি,

কিন্তু এমন কোন রাত বাকি নেই,

যে তোমার কথা ভাবিনি।”

“ভালোবাসা এমন একটা বদ অভ্যাস

যেটার কারনে মানুষ এক মুহূর্ত আনন্দ 

পাওয়ার জন্য সারাজীবন

কষ্ট করতে দ্বিধা বোধ করেনা।”

“তোর মন খারাপের রাতে

যখন একলা আকাশ দেখিস

খুব কাছেই আছি আমি 

ইচ্ছে হলে ডাকিস।”

“আমি রাগ করিনা, কারন আমি জানি

আমার রাগের মূল্য কারো কাছে নেই।”

“কিছু জিনিস বোঝার জন্য একটি হৃদয় লাগে,

সেটা ও ভেঙ্গে গেছে ।”

“চায়ের কাপে ভেজানাে বিস্কুট

একটাই শিক্ষা দেয়। কারাে

প্রতি এতটাও ডুবে যেওনা

যাতে নিজেকেই

ভেংগে পড়তে হয়।”

আশা করছি আজকের Bangla sad status গুলো আপনাদের অনেক ভালো লেগেছে , আবার Bangla sad status গুলো অনেকের সাথে মিলে ও গেছে । তারা সবাই কমেন্ট করে জানিয়ে দিন আর এই ধরনের পোস্ট পেতে নিয়মত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন । আর আজকের Bangla sad status গুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন Bangla sad status । যারা প্রিয়জনদের হারিয়ে কষ্টে আছেন বা আপনারা ফ্রেন্ড সার্কেলে কেউ কষ্টে থাকলে তাকে Bangla sad status শেয়ার করে তার মন হালকা করতে সাহায্য করুন । 

Sumaiya Jahan Fatema

This Post Has One Comment

  1. Rashed Miah

    আমাকে যদি ভালোবাসো তাহলে আমার মৃত্যুর আগেই বাস, কেননা মরে গেলে তোমাদের ভালোবাসা দিয়ে কি করব।

Leave a Reply

thirteen + eight =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.