Site icon Marketer Rashed

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২ | অগ্রিম ঈদ মোবারক এসএমএস 2022

ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের পোষ্টটি শুরু করছি । সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ২০২২। সেই সাথে এই পোষ্টটির নতুন নতুন অগ্রিম ঈদ মোবারাক শুভেচ্ছা এসএমএস এর সু-খবর দিচ্ছি!

অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস | ঈদ মোবারক ফেসবুক ক্যাপশন

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”

কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে

জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”

ঈদ মোবারক!!!

আনন্দের এই সময় গুলো

কাটুক থেমে থেমে-

বছর জুড়ে তোমার তরে

ঈদ আসুক নেমে-

অগ্রিম ঈদ মোবারক!!!

ঈদ কার্ড দিতে পারলাম না

তুমি দূরে বলে-

মুখে বলতে পারলাম না

নাম্বার নাই বলে-

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন-

দাওয়াত রইলো অগ্রিম!!!

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”

কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে

জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”

ঈদ মোবারক!!!

আসছে সবার খুশির দিন

নতুন জামা কিনে নিন-

সময় নেই বেশি দিন

দাওয়াত রইল অগ্রিম-

আসবেন কিন্তু ঈদের দিন

অপেক্ষায় থাকবো সারাদিন-

ঈদের অগ্রিম শুভেচ্ছা!!!

আরো পড়ুন,

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব

রমজান মাসের দোয়া এবং আমল সমূহ

রমজানের মাসআলা সমূহ

রমজানের পূর্ব প্রস্তুতি যেভাবে নেবেন

রমজানের সময় সূচি 2022

ইফতারের দোয়া এবং নিয়ত

রোজার নিয়ত

রোজার নিয়ত করা কি ফরজ

অগ্রিম ঈদের শুভেচ্ছা | ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস

 ঈদের অগ্রিম শুভেচ্ছা- আপনারা অনেকেই আছেন যারা ঈদের আগেই সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা পাঠিয়ে থাকেন। তাদের জন্য এখানে ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে। তাই দেখে নিন ঈদের অগ্রিম এসএমএস। এবং অবশ্যই সবাইকে রোজার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এগুলোকে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন হিসেবেও পোস্ট করতে পারবেন।

মেঘলা আকাশ মেঘলা দিন

ঈদের বাকি কয়েকদিন-

ঝড় বৃষ্টি রোদের দিন

আসবে কিন্তু ঈদের দিন-

নদীর ধারে সাদা বক

তোমাকে জানাই অগ্রিম 

ঈদ মোবারক!!!

বন্ধু তুমি অনেক দূরে

 তাইতো তোমায় মনে পড়ে

সুন্দর এই সময় কাটুক খুশিতে

সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে

অগ্রিম ঈদ মোবারক!!!

বিশ্ব বাসির কালো দিন

ঈদের বাকি একদিন

করোনা কালে রোদের দিন

আসবে কিন্তু ঈদের দিন

মুখে পড়বে ডাবল মাস্ক

তোমাকে জানাই অগ্রিম

ঈদ মোবারক!!!

ঈদ কার্ড দিতে পারলাম না

তুমি দূরে বলে-

মুখে বলতে পারলাম না

নাম্বার নাই বলে-

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন-

দাওয়াত রইলো অগ্রিম!!

এই পোস্টির মাঝে আরো যা যা পাবেন: অগ্রিম ঈদের শুভেচ্ছা কবিতা। অগ্রিম ঈদের শুভেচ্ছা এস এম এস। অগ্রিম ঈদের শুভেচ্ছা পিকচার। অগ্রিম ঈদের শুভেচ্ছা মেসেজ। অগ্রিম ঈদের শুভেচ্ছা sms ।  অগ্রিম ঈদের দাওয়াত sms । অগ্রিম ঈদ মোবারক sms । অগ্রিম ঈদ মোবারক এস এম এস। অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা। অগ্রিম ঈদের শুভেচ্ছা।

ঈদের অগ্রিম শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

সবার ঈদ অনেক ভালো কাটুক।

সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক।

এই আশা নিয়ে সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।

ঈদের শুভেচ্ছা করোনা কালীন স্ট্যাটাস

আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি।

সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।

সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।

দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ।

সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

ঈদের অগ্রিম শুভেচ্ছা কবিতা

হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম

আর মাত্র কয়েক দিন

আসছে সবার খুশির দিন

নতুন জামা কিনে নিন

সময় নেই বেশি দিন|

দাওয়াত রইল অগ্রিম

আসবেন কিন্তু ঈদের দিন

অপেক্ষায় থাকবো সারাদিন

দূরের মানুষ আসুক কাছে

কাছের জন থাকুক পাশে

মন ছুটে যাক তোমার টানে

নয়া চাদের আগমনে

কাটুক খুশি সবার মনে

অগ্রিম ঈদ বোবারক!!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২

মেঘলা আকাশ মেঘলা দিন

ঈদের বাকি ১দিন-

কাপড় চোপড় কিনে নিন

গরিব দুঃখীর খবর নিন-

দাওয়াত রইল ঈদের দিন।

ঈদ মোবারক অগ্রিম

আজকে খুশির বাঁধ ভেঙেছে

ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।

শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে

সবার ঘরে আজ ঈদ এসেছে।

সেই দিন আর নয় বেশি দূর

রমযান শেষ হলে-

কাটবে অপেখখার ঘোর।

ঈদের অগ্রিম শুভেচ্ছা!!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা পিকচার

ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদের অগ্রিম শুভেচ্ছা এস এম এস

শুভ রজনী, শুভ দিন-

রাত পেরোলেই ঈদের দিন।

উপভোগ করবে সারাদিন-

ঈদ পাবে না প্রতিদিন।

দাওয়াত রইলো ঈদের দিন-

অগ্রিম ঈদ মোবারক!!

যে দিন দেখবো ঈদ এর চাঁদ

খুশি মনে কাটাবো রাত।

নতুন সাজে সাজব সেদিন

সেদিন হলো ঈদের দিন।

আনোন্দে কাটাবো সারা দিন

অগ্রিম ঈদ মোবারক!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা ছন্দ

নতুন পোশাক পরে নিও

বেশি করে ঈদি নিও।

সেমাই খেও পেট ভরে

ঘুরো ফের মন ভরে।

ঈদ মোবারাক বলো প্রান খুলে

আনন্দের এই সময় গুলো

কাটুক থেমে থেমে।

বছর জুড়ে তোমার তরে

ঈদ আসুক নেমে।

অগ্রিম ঈদ মোবারক!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা ভিডিও

ঈদের অগ্রিম শুভেচ্ছা পিক

ঈদের অগ্রিম শুভেচ্ছা 2022

ঈদের অগ্রিম শুভেচ্ছা sms

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,

খুশি আমাদের হাসায়-

দুঃখ আমাদের কাদায়

আর আমার এই এস এম এস-

তোমাকে ঈদের সুভেচ্ছা জানায়

অগ্রিম ঈদ মোবারক!!

ভোর হলো দোর খোল,

চোখ মেলে দেখরে।

রোযা শেষ রোযা শেষ,

ঈদ চলে এল রে।

নতুন জামা পড়ব রে,

হাসি খুসি থাকব রে

ঈদ চলে এল সবার দুয়ারে।

শুভেচ্ছা রইলো সবাইকে

অগ্রিম ঈদ মোবারক!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস

চাঁদ উঠেছে ফুল ফুটেছে

দেখবি কে কে আয়,

নতুন চাঁদের আলো এসে

পড়ল সবার গায়।

অগ্রিম ঈদ মোবারক!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা ছবি

অগ্রিম ঈদ 2022

ঈদের অগ্রিম শুভেচ্ছা মেসেজ

ঈদ কার্ড দিতে পারলাম না-

তুমি দূরে বলে।

মুখে বলতে পারলাম না-

নাম্বার নাই বলে।

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন।

দাওয়াত রইলো অগ্রিম

ঈদ মোবারক!!!

অগ্রিম ঈদ মোবারক 2022 | ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২ | ঈদ মোবারক এসএমএস 2022

অগ্রিম ঈদ মোবারাক জানানোর প্রবণতাটা আমাদের প্রায় সকলের মাঝেই লক্ষ করা যায়। ঈদ আসার কিছুদিন আগে থেকেই তাই আমরা সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারাক শুভেচ্ছা জানাতে থাকি। মেসেঞ্জার, হোয়াটস্যাপ, ভাইবার, স্কাইপি সহ সকল মেসেজ এপপ্স গুলোতে যেনো ব্যস্ত হয়ে পরে এই “অগ্রিম ঈদ মোবারাক” উক্তিটিতে!

তাই আপনাদের জন্য এখানে বেশ কিছু অগ্রিম ঈদ মোবারাক শুভেচ্ছা এসএমএস এর লিস্ট করে দেয়ার চেষ্টা করেছি। যাতে করে যেন আপনারা খুব সহজেই আপনার প্রিয়জনদেরকে অগ্রিম ঈদ মোবারাক শুভেচ্ছা এসএমএস পাঠাতে পারেন।

অগ্রিম ঈদ মোবারক 2022 | ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২

আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,

ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।

পোলাও কোরমার সাথে দিব 7আপ খেতে।

ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।

ঈদের অগ্রিম শুভেচ্ছা!!!

শুভ ক্ষণ, শুভ দিন।

মনে রেখ চির দিন।

কষ্ট গুলো দূরে রেখ,

স্বপ্ন গুলো পুরন করো,

নতুন ভালো স্বপ্ন দেখো,

আমার কথা মনে রেখ।

অগ্রিম ঈদ মোবারক!!

অগ্রিম ঈদ মোবারক ফটো

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২

অগ্রিম ঈদ মোবারক এসএমএস 2022

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।

অগ্রিম ঈদ মোবারক!!

অগ্রিম ঈদ মোবারক ২০২২

শপ্ন গুলো সত্যি হোক,

সকল আশা পুরনো হোক।

দু:খ গুলো দুরে যাক,

সুখে জীবন ভরে যাক।

জীবনটা হোক ধন্য,

ঈদ মোবারাক তোমার জন্য।

অগ্রিম ঈদ মোবারাক!!

অগ্রিম ঈদ মোবারক

অগ্রিম ঈদ মোবারক পিকচার 2022

অগ্রিম ঈদ মোবারক এসএমএস 2022

অগ্রিম ঈদ মোবারক এর ছবি

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২

অগ্রিম ঈদ মোবারক gif

ঈদের অগ্রিম শুভেচ্ছা

অগ্রিম ঈদ মোবারক ২০২২

আসমানী চাঁদ উঠলো হেসে

ভরে গেলো মন আবেশে।

কালকে খুশির ঈদ হবে

শুভেচ্ছা জানাই ভালোবেসে।

ঈদ মোবারক সালাম জানাই

সব মানুষকে ভালোবেসে।

আজকে খুশির ঈদ এসেছে

রমজানের রোজার শেষে।

মানবতার জ্বলুক আলো

সবার মনের আঁধার দেশে।

বুকে বুকে মিলন হবে

একে অপরকে ভালোবেসে।

ঈদের অগ্রিম শুভেচ্ছা!!

বাঁকা চাঁদের হাসিতে

দাওয়াত দিলাম আসিতে,

আসবে কিনা বাড়িতে

খেতে দেবো হাড়িতে।

আসতে যদি নাও পারো,

ঈদের দাওয়াত গ্রহন করো

ঈদের অগ্রিম শুভেচ্ছা

অগ্রিম ঈদ মোবারক এসএমএস

অগ্রিম ঈদ মোবারক পিকচার

Eid Mubarak PNG

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২ | অগ্রিম ঈদ মোবারক নিয়ে সর্বশেষ কথা

এই পোস্টটিতে কেবল মাত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২২ এবং অগ্রিম ঈদ মোবারক এসএমএস পাবলিশ করেছে। ঈদের আরো অন্যান নতুন সুন্দর সুন্দর শুভেচ্ছাবাণী দেখতে, আমাদের সকল এসএমএস কর্নার ভিজিট করুন। সবাইকে আবারো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ!!!

Exit mobile version