২০২৩ সালে এসে ডিজিটাল মার্কেটিং কোর্স করার কথা ভাবছেন? তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য। পুরো আর্টিকেলটা পড়ুন তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে আপনার সবকিছু জানা হয়ে যাবে আশা করছি। আমরা একটি বিষয় যদি একটু খেয়াল করি তাহলেই দেখবো-যে বর্তমানে সমস্ত-কিছুই ডিজিটাল মিডিয়া ভিত্তিক বা ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। আর আমরা এও জানি যে প্রতিটা কোম্পানির জন্য মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে যেহেতু সমস্থ কিছুই ডিজিটাল মিডিয়া ভিত্তিক হয়ে গেছে তাই, মার্কেটিংও বাদ নেই।
ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং কোর্স করার আগে জানতে হবে এটা কি- উত্তরঃ একটা কম্পানির গুরুত্বপূর্ণ সব বিষয়বস্তুর মাঝে মার্কেটিং একটি অন্যতম সেক্টর। বর্তমানে সকল কম্পানির মার্কেটিং এর কাজগুলও ডিজিটাল মিডিয়াতেই হছে। আর ডিজিটাল মিডিয়া যেমনঃ ফেসবুক, গুগল, বিং, ইউটিউব ইত্যাদি ব্যাবহার করে যে মার্কেটিং করা হয় তাই হল ডিজিটাল মার্কেটিং।
“Marketing is a system for showing, knowing, buying-selling to people, and also branding a company, company’s products or anything. and Digital Marketing is a system for showing, knowing, buying-selling to people, and also branding a company, company’s products, or anything. (includes internet technology)”
ডিজিটাল মার্কেটিং-এর চাহিদা যেহেতু এত বেশি, তাই এই সুযুগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে হাজার অসাদু মানুষ “ডিজিটাল মার্কেটিং” শিখানোর নাম নতুনদের সাথে নিয়মিত প্রতারণা করে যাচ্ছে। এদের কাছ থেকে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। তাহলে আপনি কিভাবে সুন্দরভাবে পরিপূর্ণ ভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন? হুম এ বিষয়ে জানতে হলে আপনাকে পড়তে হবে এই সম্পূর্ণ আর্টিকেলটি-
বর্তমানে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং খুবই জন্যপ্রিয় একটি পেশা | ইদানিং সরকারিভাবে এটিকে স্বীকৃতি দেয়া হয়েছে | এ সকল বিষয় দেখে অনেকেই ঝুঁকছে এই পেশার দিকে | আর চারদিকে এত পরিমাণে ট্রেনিং সেন্টার যা চোখে পড়ার মতো | এখান থেকে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর নামে নিয়মিত প্রতারিত হচ্ছে অনেক নতুন নতুন ছাত্র-ছাত্রীসহ আরো অনেকে | কারণ সঠিক জ্ঞান না থাকায় অনেকেই সঠিক মেন্টর বাছাই করতে পারেনা।
ডিজিটাল মার্কেটিং কি কি বিষয় নিয়ে গঠিত?
আসলে ডিজিটাল মার্কেটিং একটি বড় ইন্ডাস্ট্রি। এর মাঝে অনেকগুলো বিষয়ের কম্বিনেশন রয়েছে।
তার মাঝে উল্লেখযোগ্য কিছু নিন্মে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য।
১.সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন (SEO)
২.সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
৩. সোশিয়াল মিডিয়া মার্কেটিং (SMM)
৪.সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন (SMO)
৫.ক্যাম্পেইন মার্কেটিং (PPC)
৬. ইউটিউব মার্কেটিং
৭. ইমেইল মার্কেটিং
৮. এফিলিয়েট মার্কেটিং
৯. ভিডিও মার্কেটিং
১০.ইনফ্লুয়েন্সার মার্কেটিং
১১.কন্টেন্ট মার্কেটিং
১২.কন্টেন্ট অটোমেশন
১৩.ই-কমার্স মার্কেটিং
১৪.রেপুটেশন মার্কেটিং
১৫.লিড জেনারেশন
১৬.এ/বি টেস্টিং ইত্যাদি
ইত্যাদি ইত্যাদি উপরোক্ত বিষয় গুলোসহ আরো কিছু বিষয়ের সমন্বয়ে ডিজিটাল মার্কেটিং গঠিত।
কোন একটি কোর্সে জয়েন করার পূর্বে কিছু বিষয় জেনে নেয়া অত্যন্ত জরুরী, যেমন কোর্সে কি থাকবে, কোর্সটি আপনার জন্য পারফেক্ট কিনা বা আপনার এই কোর্সে জয়েন করা ঠিক হবে কি হবে না এইসব বিষয় জেনে শুনে বুঝে তারপর জয়েন করা উচিৎ।
পোস্টটি একটু বড় হবে যেহেতু আমি সবকিছু ক্লিয়ার করে দিবো যেন কোর্সে জয়েন করার পর আপনার এইরকম চিন্তা না আসতে পারে যে, কোর্সটি করে পুরো টাকাটা বা সময় নষ্ট হয়েছে।
পুরোটা পড়ার ধৈর্য যদি না থাকে তাহলে এই কোর্স আপনার জন্য না।
এই ডিজিটাল মার্কেটিং কোর্সে- এখন আপনাকে জানাবো ↧
- কোর্সটি কত দিনের?
- কীভাবে শিখানো হবে?
- কাজ করার জন্য কি কি লাগবে?
- কোর্সে কি কি বিষয় শেখানো হবে?
- কোর্সটি শেষ করে আপনি কি কি করতে পারবেন?
- ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটি কেন আমাদের থেকেই করবেন?
- কেন আমার কাছ থেকে প্রশিক্ষণ নিবেন আমি কে?
- কোর্সটি করতে হলে আপনাকে কি করতে হবে?
- আমাদের অফিস কোথায়?
ডিজিটাল মার্কেটিং কোর্সটি কত দিনের?
আমাদের অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং কোর্সটি মূলত ৬-মাসের হবে। তবে আমাদের প্রিমিয়াম সাপোর্ট আপনার যতদিন প্রয়োজন হয় দেয়া হবে। যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং এর প্রতিটি পার্ট খুব সুন্দরভাবে শেখানো হবে, তাই একটু সময় দিয়েই শিখতে হবে। আরো ভালো হতো যদি আরো বেশি সময় নিয়ে শিখানো যেত। সমস্যাটা হলো এত্তদিনের কথা শুনলেই আপনারা ভয় পেয়ে যান তাই।
যাইহোক, আশা করছি এই ৬-মাস মনোযোগ দিয়ে ক্লাস করলে ডিজিটাল মার্কেটিংএ আপনি খুব এক্সপার্ট হয়ে উঠবেন এবং ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন। সাথে-তো লাইফ-টাইম সাপোর্ট আছেই!
ডিজিটাল মার্কেটিং কোর্সটি কীভাবে শিখানো হবে?
আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটি বাংলাতে শিখানো হবে, এবং বাংলাদেশসহ সকল দেশ থেকে সরাসরি লাইভ ক্লাসের মাধমে শিখতে পারবেন। আমাদের কোর্সটি সরাসরি অনলাইনে Zoom & Google Meet এর মাধ্যমে শিখানো হবে। এই ব্যাপারে আপনাকে সবকিছু শিখিয়ে দেয়া হবে।
কাজ করার জন্য কি কি লাগবে?
- ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
- কাজ করার জন্য আপনার অবসই কম্পিউটার বা লেপটপ থাকতে হবে। তবে ফোন দিয়ে চাইলে কাজ শিখতে পারবেন।
- কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।
- অনলাইন ব্রাউজিং নিয়ে বেসিক ধারণা থাকতে হবে।
- যিনি কম্পিউটারে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন।
- ইংরেজীতে সাধারণ জ্ঞান থাকতে হবে।
- যারা অল্পতেই হতাশ হয় না।
কোর্সে কি কি বিষয় শেখানো হবে?
সম্পূর্ণরূপে আমাদের কোর্সের ওভারভিউ দেখতে পাবেন এই সেক্টরে আরো বিস্তারিত জানতে ভিসিট করুন:
কোর্সটির ওভারভিউ দেখলেই বুঝবেন কেন এবং কতটা মানসম্পন্ন আমাদের কোর্সটি।
“ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড” “ডিজিটাল মার্কেটিং এর যত সোর্স সব মিলিয়ে একটি কোর্স”এটি একটি পূর্ণাঙ্গ ও প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মাস্টারী কোর্স। এই একটি কোর্স নিয়েই আমাদের একাডেমি এবং সমস্ত কমিউনিটি। যার কারণে আপনি গুলিয়ে যাবেন না আশা করছি। শুধু মাত্র ডিজিটাল মার্কেটিং নিয়েই আমাদের সম্পূর্ণ কোর্স।
কি কি থাকবে এই মাস্টারমাইন্ড কোর্সে?
একজন সুদক্ষ ডিজিটাল মার্কেটার হতে আপনার যে গুনগুলোর প্রয়োজন হবে তার সবই থাকবে এই মাস্টারমাইন্ড কোর্সে। ১. সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন (SEO) ২. সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM) ৩. সোশিয়াল মিডিয়া মার্কেটিং (SMM) ৪. সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন (SMO) ৫. ক্যাম্পেইন মার্কেটিং (PPC) ৬. ইউটিউব মার্কেটিং ৭. ইমেইল মার্কেটিং ৮. এফিলিয়েট মার্কেটিং ৯. ভিডিও মার্কেটিং ১০. ইনফ্লুয়েন্সার মার্কেটিং ১১. কন্টেন্ট মার্কেটিং ১২. কন্টেন্ট অটোমেশন ১৩. ই-কমার্স মার্কেটিং ১৪. রেপুটেশন মার্কেটিং ১৫. লিড জেনারেশন ১৬. এ/বি টেস্টিং ইত্যাদি ১৭. ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ১৮. শপিফাই ডিজাইন এন্ড এস.ই.ও ১৯. প্রোফেশনাল গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা-সহ ২০. আরো ২০+ এর মতো হিডেন টপিক।
একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে এই সকল বিষয়ে অবসই দক্ষ হতে হবে। বিঃদ্রঃ সকল ক্লাসগুলো হবে সম্পূর্ণ লাইভ ক্লাস। প্রতি সপ্তাহে- শুত্রু, রবি ও বুধবার রাত ৯টা -১২টা ৩ ঘন্টা করে লাইভ ক্লাস নেয়া হবে।
1. কোর্সটি কত দিনের? 2. কিভাবে ক্লাস নেয়া হবে? 3. কোর্সে কি কি বিষয় শেখানো হবে? 4. কেন এত কিছু একটি কোর্সে শেখানো হবে? 5. কোর্সটি কাদের জন্য পারফেক্ট হবে? 6. কাজ করতে ও শিখতে কি কি লাগবে? 7. কোর্সটি শেষ করে আপনি কি কি করতে পারবেন? 8. কোর্স শেষ হওয়ার পরেও সাপোর্ট পাবেন কিনা? 9. কোর্স শেষে কোনো সার্টিফিকেট দেয়া হবে? 10: কোর্স ফি সহ আরো বিস্তারিত জানতে-ভিসিট করুন:
ডিজিটাল মার্কেটিং কোর্সের ওভারভিউ:
Advanced Digital Marketing MasterMind Course Syllabus
সতর্ক: আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সিলেবাসের কোনো অংশ নকল করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
About ডিজিটাল মার্কেটিং:
ডিজিটাল র্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কি?
ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন?
ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন?
ডিজিটাল মার্কেটিং কি কি বিষয় নিয়ে গঠিত?
ডিজিটাল মার্কেটিং শিখে কি কি করা যাবে?
ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি?
ডিজিটাল মার্কেটিং কোর্স কোথায় করব?
ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার এবং ভবিষ্যৎ কী?
ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?
ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল কেমণ হয়?
ডিজিটাল মার্কেটিংএ আয় কেমন?
মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করা যাবে কিনা?
ডিজিটাল মার্কেটিং এ কিভাবে সফল হবেন?
কিভাবে ডিজিটাল মার্কেটিং এর আপডেট সম্পর্কে অবগত থাকবেন?
About Freelancing:
- ফ্রিল্যান্সিং কি?
- ফ্রিল্যান্সিং কেন করব?
- ফ্রিল্যান্সিং কিভাবে করব?
- ফ্রিল্যান্সিং-এ কিভাবে সফল হবেন?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
- SEO কি?
- SEO কত প্রকার?
- SEO কেন করব?
- SEO কিভাবে করব?
- SEO কি কি বিষয় নিয়ে গঠিত?
- SEO শিখে কি কি করা যাবে ও কিভাবে?
All Part of SEO:
- Off-Page SEO
- On-Page SEO
- Technical SEO
- Local SEO
- White Hat vs Black Hat SEO
On-Page SEO:
Off-Page SEO:
Technical SEO:
Local SEO:
- What is Local SEO?
- How to do it?
- Business Page Creation
- Local Listing Creation
- Local Business Listings
- NAP Consistency Setup
- Classified listing etc.
সোশিয়াল মিডিয়া মার্কেটিং (SMM)
- ফেসবুক মার্কেটিং
- টুইটার মার্কেটিং
- ইনস্টাগ্রাম মার্কেটিং
- লিঙ্কডিন মার্কেটিং
- মিডিয়াম মার্কেটিং
- পিন্টারেস্ট মার্কেটিং
- টাম্বলার মার্কেটিং
- স্টাম্বলিউপন মার্কেটিং
- রেডিট মার্কেটিং
- স্লাইড শেয়ার মার্কেটিং ইত্যাদি
ইমেইল মার্কেটিং:
- ইমেইল মার্কেটিং কি?
- ইমেইল মার্কেটিং কেন করব?
- ইমেইল মার্কেটিং কিভাবে করব?
- ইমেইল মার্কেটিং টুলস ইত্যাদি
ফাইবার সাকসেস:
- ফাইবার কি?
- ফাইবারের কাজ কি?
- ফাইবার কিভাবে কাজ করে?
- আপনি কিভাবে ফাইবারে কাজ করবেন?
- কিভাবে টাকা ইনকাম করে হাতে পাবেন?
- ফাইবারে কিভাবে সফল হবেন?
- কাজ পাবার জন্য কিছু সিক্রেট ফর্মুলা?
ডাইরেক্ট বায়ারের সাথে কাজ:
- ডাইরেক্ট বায়ারের সাথে কাজ কি?
- ডাইরেক্ট বায়ার কোথায় পাবেন?
- ডাইরেক্ট বায়ারের সাথে কাজ কিভাবে করবেন?
- ডাইরেক্ট বায়ারের সাথে কাজ কেন করব?
Self Development with Sales Funnel (পার্সোনাল ব্র্যান্ডিং)
এখানে এমন কিছু দেখানো হবে যা আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন না।
এবং এগুলো অন্য কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স -এ পাবেন না।
কোর্সের সিলেবাসে ডাউনলোড করুন: Download The Course PDF Syllabus
কোর্সটি শেষ করে আপনি কি কি করতে পারবেন?
ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করে যা যা করতে পারবেন তা সংক্ষেপে দেয়া হলো-
কিভাবে এগুলো করবেন তা কোর্সটি করার সাথে সাথেই শিখতে পারবেন।
- ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং
- ইউটিউবিং বা ব্লগিং
- অনলাইনে নিজস্ব ব্যবসা
- আমাজন এফিলিয়েট
- সরাসরি দেশি বা বিদেশি কোম্পানিতে চাকরি
ডিজিটাল মার্কেটিং কোর্সটি কেন আমাদের থেকেই করবেন?
উপরে দেয়া আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটির ওভারভিউ দেখলেই বুঝবেন কেন এবং কতটা মানসম্পন্ন আমাদের কোর্সটি। অন্য প্রতিষ্ঠানে এই একটি কোর্সটিকে ভেঙ্গে ৫টি কোর্স বানিয়ে শিখায়। এই ৫টি কোর্সের মূল্য হয় ৫০হাজার টাকা। কি একটু বেশি বেশি মনে হচ্ছে? না এটাই বাস্তব।
আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটি-
- প্রিমিয়াম কোয়ালিটি মানসম্পন্ন
- একের ভিতর সব
- লাইফ টাইম সাপোর্ট
- মানিব্যাক গ্যারান্টি
- প্রথম মাস থেকেই ইনকামের গ্যারান্টি
- লাইফ প্রজেক্ট কাজের সুযোগ-
কেন আমার কাছ থেকে প্রশিক্ষণ নিবেন আমি কে?
আসুন তাহলে আমার বেপারে একটু জেনে নেয়া যাক ↧
আমি মোঃ রাশেদ মিয়া, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার।
গুগলে “Marketer Rashed” লিখে সার্চ দিলে যার রেজাল্ট অহরহ পাওয়া যাবে সেই আমি।
গুগলে “Digital Marketing Expert in Bangladesh” লিখে সার্চ দিলে
যাকে দুই নাম্বারে পাওয়া যাবে সেই আমি। বিশ্ব বিখ্যাত জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট
Fiverr.com এ “Digital Marketing Services” লিখে সার্চ দিলে যার
রেজাল্ট সর্ব প্রথমে পাওয়া যাবে সেই আমি। বিশ্ব বিখ্যাত জনপ্রিয় ডিজিটাল মার্কেটার
“Neil Patel” বাংলাদেশী যেই ডিজিটাল মার্কেটারকে Welcome করেছে সেই আমি।
আমার ব্যক্তিগত ওয়েবসাইট: www.marketerrashed.com
আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে রিয়েল স্টুডেন্টদের রিয়েল ফিডব্যাক:
ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে হলে আপনাকে কি করতে হবে?
“আমাদের কোর্স ফি মোট 10,000 টাকা- কোর্সটি করতে হলে আপনাকে প্রথমে মিনিমাম 5000 টাকা পেমেন্ট করতে হবে || বাকি 5000 টাকা পরবর্তী মাসে 2000 হাজার করে দিতে পারবেন – অল্প মানুষকে শিখাবো দায়িত্ব নিয়ে শিখাবো, তাই কোর্স ফি বেশি মনে করার কিছু নেই। কোর্সটি করার জন্য কাউকে বিন্দুমাত্র-ও প্রলোভন দেখানো হবেনা বা জোর করা হবেনা। কোর্সটি শেষ করলে আপনি ডিজিটাল মার্কেটিং খুব সুন্দরভাবে শিখতে পারবেন এবং দেশ সহ ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ!
বিকাশ পার্সোনাল: 01992173676, 01775130314
(টাকা পাঠানোর পূর্বে অবশ্যই
আমাদের কাছে ফোন করে নিবেন)
Freelancing বিষয়ক যে কোন সাহায্য পেতে
[ Freelancing Helpline] গ্রুপটিতে
জয়েন হয়ে পোস্ট করুন,
https://www.facebook.com/groups/digitalmarketingm/
শুধু মাত্র কোর্সের বিষয় নিয়ে আরো কিছু জানার থাকলে আমাকে সরাসরি WHATSAPP এ মেসেজ করুন।
ফোন: 01775130314, 01992173676 (10am-11pm)
(WhatsApp)
অফিসের ঠিকানা:
মাদারীপুর সদর ৭৯০০, উপজেলা রোড, আনসার ক্যাম্পের পাশে।
আপনি চাইলে আমাদের ক্লাসের কিছু ডিজিটাল মার্কেটিং কোর্স ডেমো ভিডিও দেখতে পারেন, নিচে আমাদের কিছু ভিডিও দেয়া হলো-
Digital Marketing Bangla Course|Live Class Part-1
ডিজিটাল মার্কেটিং কোর্স উপসংহার:-
সবশেষে আর অল্পকিছু কথা বলেই শেষ করছি-
বাংলাদেশে অনেকেই ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছে, তারপরেও আপনি ভালোভাবে দেখেশুনে ভেবে তবে তারপরেই সিদ্ধান্ত নিবেন কোথা থেকে শিখবেন- এত সময় পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ও আর হ্যাঁ, কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কিন্তু। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ্হাফেজ!


Pingback: ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন? ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব - Marketer Rashed
Pingback: ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব? জানুন বিস্তারিত - Top Digital Marketing
আচ্ছালামুয়ালাইকুম। খুবই ইচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার।কিন্তু একসাথে ৫০০০/১০০০০ টাকা দেওয়া সম্ভব নই।তবে ৬ মাসের প্রতি মাসে যদি সমান কিস্তি নিতেন প্রতি মাসের শুরুতে সুবিধা হতো।
আপনি চাইলে প্রথমে ৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন!