নতুনদের জন্য কম্পিউটার শিক্ষা | বেসিক কম্পিউটার শিক্ষা ভিডিও কোর্স a to z আশা করছি আজকের এই পোস্টটি নতুনদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ্!
আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের যুগটাকে আসলে কম্পিউটারের যুগ বলা হয়ে থাকে। এযুগের প্রায় সকল ধরনের কাজকাম কম্পিউটার কেন্দ্রিক নির্ভর হয়ে পড়েছে। কৃষি কাজ থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রতিটি সেক্টরেই কম্পিউটারের ব্যবহার আবশ্যকীয় হয়ে পড়েছে। এবং এটি বলাবাহুল্য যে আমাদের নিত্য দিনের জীবনকে কম্পিউটার অনেক সহজ থেকে সহজতর করে তুলেছে।
বেসিক কম্পিউটার জানা মানেই এই না যে, কম্পিউটার অন-অপ করতে পারা বা গান-বাজনা শুনতে পারা। বেসিক কম্পিউটার শিক্ষা মানে আপনি সেটার সম্পর্কে ৫০% ধারনা থাকা। বলতে গেলে কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর জানা বোঝা।
কম্পিউটারের প্রতি জ্ঞান থাকা মানেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়া পয়েন্ট এর সকল কাজ করতে পারা। কম্পিউটার শিক্ষার মাধ্যমে আপনি যে কোন ধরনের প্রিন্টারের কাজ ও বুঝে শিখতে পারবেন। কম্পিউটার শিক্ষা (Computer Learning) বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। Computer Shikkha এর প্রভাব ও ব্যবহার দিন দিন বেরেই চলছে।
কম্পিউটারের মাধ্যমে আমরা ঘরে বসেই চাইলে বিদেশী যে কোন কোম্পানির কাজ করে দিতে পারে করতে পারি যেটিকে বলা হয় ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা।
বর্তমানে কম্পিউটার শিক্ষা আমাদের অতি প্রয়োজনীয় হয়ে পরেছে। আজকের এই পোস্টটিতে আমরা কম্পিউটার এর একদম বেসিক থেকে সুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সড প্রজন্ত শিখব।
এই পর্যায়ে আমরা কিছু ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি এগুলো দিয়ে শুরু করে সামনে আগাতে থাকুন। আপনার জন্য শুভ কামনা রইল।
কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার শিক্ষা | কম্পিউটার কিবোর্ড পরিচিতি a to z Video
কম্পিউটার শিক্ষা | কম্পিউটার মাউস পরিচিতি a to z
কম্পিউটার অন করার পরে গুরুত্বপূর্ণ কাজসমূহ | বেসিক কম্পিউটার শিক্ষা a to z
কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার প্রশিক্ষন a to z | Introduce Computer Taskbar Part-1
কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার প্রশিক্ষন a to z | Introduce Computer Taskbar Part-2
কম্পিউটার টাস্কবার সেটিং | কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার শিক্ষা a to z
কম্পিউটারের টাইম এন্ড ডেট পরিবর্তন এবং অন্যন্য সেটিং | কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার প্রশিক্ষন
Right click Function on Computer | কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার প্রশিক্ষন a to z
কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার প্রশিক্ষন| কপি পেস্ট ডিলেট | Computer Copy Past Delet Copy Shortcut
How to change computer wallpaper | কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার প্রশিক্ষন a to z
How to create a new folder or file on a computer | কম্পিউটার কোর্স | বেসিক কম্পিউটার শিক্ষা a to z
কম্পিউটার প্রশিক্ষণের বাকি সকল ভিডিও গুলো পেতে নিচে দেয়া লিঙংক থেকে আমাদের ইউটিউব ভিডিও গুলো অবশ্যই দেখে আসুন।
একটি কথা বলে রাখি কম্পিউটার শিক্ষার কোন শেষ নেই। আপনি এটা নিয়ে যত সময় দিবেন গবেষণা করবেন ঠিক এর ততোটাই গভীরে যেতে পারবেন। তাই কম্পিউটারে পাণ্ডিত্য অর্জন করে আগামি পৃথিবীর পরিবর্তনের সাথে নিজেকে এগিয়ে রাখতে আজকে থেকেই কম্পিউটার শিক্ষা শুরু করুন।