ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | ঈদের কবিতা-ছড়া-পিকচার 2022

  • Post author:
  • Post last modified:May 1, 2022
  • Reading time:36 mins read

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | ২০২২ সালের নতুন ঈদ মোবারক স্ট্যাটাস, শুভেচ্ছা কার্ড, মেসেজ, ছড়া, কবিতা, PNG পিকচার, এবং ছবির ডিজাইন- Bengali Happy Eid Mubarak Wishes Status, Pictures, Quotes 2022-

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২- সকল ধরণের ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রহ করে রাখুন এই পোস্ট টি থেকে। এবং আপনার প্রিয়জনের ঈদের অগ্রিম শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিন।

এই পেজটি অনেক দীর্ঘ হবে, কেননা এই একটি পোস্টের ভিতরেই আপনি আপনার প্রয়োজনীয় ২০২২ সালের নতুন সকল ধরণের ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা মেসেজ, ছড়া ও পিকচার পেয়ে যাবেন।

ঈদের দিন ঈদ মোবারক বলা উচিত কিনা – মিজানুর রহমান আজহারী

ঈদের দিন ঈদ মোবারক বলা উচিত কিনা – মিজানুর রহমান আজহারী

শুভ রজনী, শুভ দিন-

রাত পরোলেই ঈদের দিন-

উপভোগ করবে সারাদিন-

ঈদ পাবে না প্রতিদিন-

দাওয়াত রইলো ঈদের দিন-

ঈদ মোবারক!!!

ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ-

ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ-

ঈদ মানে মেহেদী রাঙা হাত-

ঈদমানে আমার বাড়ীতে

তোমার দাওয়াত-

ঈদ মোবারক!!!

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ-

ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ-

ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়-

ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়-

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২

এখানে কিছু পপুলার ঈদ মোবারাক স্টেটাস দেয়া হলো। কিন্তু পোস্টির যতই নিচে যাবেন, ততই আরো মজার মজার নতুন নতুন ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা মেসেজ, ছড়া ও পিকচার পেয়ে যাবেন।

ঈদ মোবারক স্ট্যাটাস পিকচার ২০২২
ঈদ মোবারক স্ট্যাটাস পিকচার ২০২২

ঈদ মানে হাসি, ঈদ মানে আশা-

ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা-

ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি-

ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি-

ঈদ মোবারক!!!

ঈদের দাওয়াত তোমার তরে-

আসবে তুমি আমার ঘরে,

কবুল করো আমার দাওয়াত-

না করলে পাবো আঘাত,

তখন কিন্তু দেবো আড়ি-

যাবো না আর তোমার বাড়ি-

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস 2022

প্রিয়জনদেরকে ঈদের সময় শুভেচ্ছা জানানোর জন্য অনেকেই ঈদের কবিতা স্ট্যাটাস ইত্যাদি খুঁজে থাকেন। তাই আমরা আপনাদের জন্য এখানে কিছু ঈদ মোবারক কবিতা স্টেটাস শুভেচ্ছা বাণী সংগ্রহ করেছি। যেগুলোর মাধ্যমে আপনার প্রিয়জনদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজেকে আরো প্রিয় করে তুলতে পারবেন আশা করছি।

আপনাদের সুবিধার্থে প্রতিটি কবিতা আলাদা আলাদা করে পোস্ট করে দিয়েছি। আশা করছি এই ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস গুলো আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ঈদ মোবারক স্ট্যাটাস গুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ১ (বাকা চাঁদ)

নীল আকাশে ঈদ এর চাঁদ,

ঈদের আগে চাঁদনী রাত।

ঈদ হল খুশির দিন,

দাওয়াত রইলো ঈদের দিন।

ভালো থেকো সীমাহীন,

বাকা চাঁদের হাসিতে,

দাওয়াত দিলাম আসিতে।

আসতে যদি না পারো

ঈদ মোবারক গ্রহন করো।

ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন

ঈদ মোবারাক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ২ (সালাম)

এই এসএমএস, যার কাছে যাবি,

যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,

লাল গোলাপের ভালোবাসা দিয়ে,

ঈদের দাওয়াত জানাবি,

আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক

বলছি আমি আমার কথা,

ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,

আমার জীবনে অনেক চাওয়া,

ঈদ থেকে সব পাওয়া,

ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৩ (ঈদ এর চাঁদ)

চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ

খুশীর বার্তা নিয়ে

সেই খুশিতে মোদের বাড়ি

দাওয়াত দিলাম আসিতে

রং লেগেছে মনে

মধুর এই ক্ষনে

তোমায় আমি রাঙ্গিয়ে দেবো

ঈদের এই দিনে

শুভ ঈদ মোবারাক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৪ (ঈদের দিন)

আজ দু:খ ভুলার দিন,

আজ মন হবে যে রঙ্গিন।

আজ প্রান খুলে শুধু গান হবে,

আজ সুখ হবে সিমাহীন।

তার একটাই কারন,

আজ যে ঈদের দিন।

ঈদ মোবারাক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৫ (দেখা দিল ঈদের চাঁদ)

দেখা দিল ঈদের চাঁদ দূরের আকাশ কোলে-

মনে আছে যত ব্যথা সব যাবো আজ ভুলে।

সকাল হলে গোসল সেরে সুগন্ধি মেখে গায়ে-

হাতে হাত রেখে পায়ে পায়ে হেঁটে যাবো ঈদ গাঁয়ে।

মানুষে মানুষে থাকেনা যেনো কোনো ভেদাভেদ-

খোদা তুমি দূর করে দিও মনের জমানো ক্ষেদ।

সবে মিলে গাইবো আজ মহা আনন্দের গীত-

সালাম জানাই সকলকে আজকে মহান ঈদ।

চাদ নজরে এসেছে খুশিতে মন মেতেছে-

রোজাদার মোমিন মোমিনার হয়েছে আজ জিত।

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৬ (আকাশের বুকে চাঁদ উঠেছে)

আকাশের বুকে চাঁদ উঠেছে

সেজেছে নগরী সড়ক।

সবার আগে জানাই তোমায়

পবিত্র ঈদ মোবরক।

চারিদিকে আজ খুশির জোয়ার

হৃদয় মিলে হবে একাকার-

ফুলে ফুলে বনে বনে চাঁদ উঠেছে গগনে

মহামিলন হবে খুশির ঈদের আয়োজনে।

নিরবতা নিয়ে ভালোবাসা এলো মনে

অনুরাগে আজ ভেসে যাবো দুজনে।

মিষ্টি সুখের আসা লাগুক শুধু প্রাণে-

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৭ (নতুন চাঁদ)

নতুন চাঁদের আগমনে,

সাড়া জাগলো এ মনে,

ঈদ এলো পবিত্র দিনে,

দুঃখ বেদনা ভুলে গিয়ে,

এনজয় করো ইদের দিনে ,

দাওয়াত দিলাম তোমার তরে,

পারলে এসো আমার ঘরে,

ঈদ মোবারাক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৮ (ঈদের হাসি)

যেদিকে তাকাই ফুলের হাসি মধুর বাঁশি বাজে মনে

এ কোন সুখে মন ভরে যায় রঙ ছড়ায় দুই নয়নে।

এলে তুমি আমার জিবনে এলো খুশি মন কাননে

ঈদের পরশে মনের হরষে জাগে প্রেম হৃদয় কোনে।

কতো কথা মনেতে জমা চাঁদ হাসে ওই দূর গগনে

মনে হয় সব বলে দিই তোমায় মধুর এই মহালগণে।

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৯ (ঈদের খুশি)

আজকে খুশির বাঁধ ভেঙেছে,

ঈদ এসেছে ভাই ঈদ এসেছে

শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,

সবার ঘরে আজ ঈদ এসেছে

সেই দিন আর নয় বেশি দূর,

রমযান শেষ হলে

কাটবে অপেখখার ঘোর।

ঈদ মোবারক!!!

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ০ (হৃদয়ে ঈদ)

ঝিকি মিকি তারা জ্বলে আকাশের আঁচলে

কতো কথা আছে লেখা দুচোখের কাজলে।

চাঁদ রাতের জোছনা লুকিয়ে কি রাখা যায়

মনেরি কামনা হৃদয়ে কি বেঁধে রাখা যায়।

মন দিয়ে মন হলে তুমি আমার আপন

প্রিয় তুমি কেনো করলে এমন।

হৃদয়ে আছে লেখা শুধু নাম যে তোমার

স্বপ্ন রাতের দেশে তুমি চাঁদ যে আমার।

কথা নয় ঈদের দিন শুধু চেয়ে থাকবো

দুজনার মুখ চেয়ে দুজনেতে ভাববো।

চাঁদের আলোতে হাসবে দূরের গগন

তুমি আমার আপন ছিলে থাকবে আপন।

ঈদ মোবারক!!!

অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদ কার্ড দিতে পারলাম না

তুমি দূরে বলে

মুখে বলতে পারলাম না

নাম্বার নাই বলে,

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন,

দাওয়াত রইলো অগ্রিম।

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”

কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে

জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”

ঈদ মোবারক!!!

আরও দেখুনঃ ১০০+ ঈদের অগ্রিম শুভেচ্ছা এসএমএস ২০২২

আসছে সবার খুশির দিন!

নতুন জামা কিনে নিন,

সময় নেই বেশি দিন|

দাওয়াত রইল অগ্রিম,

আসবেন কিন্তু ঈদের দিন,

অপেক্ষায় থাকবো সারাদিন।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | ঈদের দিনের স্ট্যাটাস

ঈদের স্ট্যাটাস মেসেজ । ঈদ স্ট্যাটাস এস এম এস পোষ্টে অপনাদের স্বাগত্বম। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের পোষ্ট টি শুরু করছি । সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।

আসছে ঈদ লাগছে ভালো

তাই তো আমায় বলতে হলো

ঈদ মানে আশায় ভরা আলো ।

ঈদ মানে আশা ঈদ মানে,

 সুন্দর জীবন সুন্দর ভালোবাসা-

ঈদ মোবারাক!!!

আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে,

বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে,

অগ্রিম ঈদ মোবারক!!! 

মেঘলা আকাশ মেঘলা দিন,

ঈদের বাকি কয়েকদিন,

ঝড় বৃষ্টি রোদের দিন,

আসবে কিন্তু ঈদের দিন,

নদীর ধারে সাদা বক,

তোমাকে জানাই অগ্রিম

ঈদ মোবারক!!!

ঈদের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস

সবার ঈদ অনেক ভালো কাটুক।

সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক।

এই আশা নিয়ে সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।

সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।

দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

প্রিয়তমা স্ত্রীর জন্য  ঈদ মোবারক স্ট্যাটাস

কাল ঈদ উল আযহা প্রিয়

সাজবে তুমি মনের মতো সাজ

মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত

এই খুশীর সময়টুকু প্রিয়

কাটুক তোমার বারো মাস

ঈদ মোবারাক!! ইদের শুভেচ্ছা!!

রঙ লেগেছে মনে, মধুর এই খনে।

তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।

ঈদ মোবারাক প্রিয়!!!

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”

কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে

প্রিয় বউ কে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক!!!

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

ঈদ মোবারাক প্রিয়!!!

সোনালি সকাল, রোদেলা দুপুর,

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক

তোমর সারাটি বছর, সারাটি জীবন।

এই কামনায় ঈদ মোবারাক!!!

মা-বাবার জন্য ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ শুভেচ্ছা বাণী

মা তোমায় ভালোবাসি,

কোথায় যেনো একটা টানে তোমার কাছে আসি।

মা তোমায় ভালোবাসি,

তোমার জন্য মাগো আমার আলোর ভুবন দেখা।

তোমার হাতেই আমার নিয়ত, আমার ভাগ্য লেখা।

তোমায় ছেড়ে আমি মাগো না যেনো যাই দূরে,

তোমার গায়ে গন্ধ যেনো আমার গায়ে বাজে সুরে সুরে।

ঈদ মোবারক প্রিয় মা!!!

বাবা! ছোট্ট একটা শব্দ। যার গভীরতা অনেক বেশি। পড়ে যাওয়ার সময় যিনি এসে হাতটা শক্ত করে ধরেন তিনি হলেন বাবা। যখন পুরো পৃথিবী বলে তুমি পারবা না, তোমার দ্বারা কিছু হবে না, তখন যে মানুষটা এসে বলে, মা তুমি পারবে, তোমার জন্য সফলতার দ্বার এখনো খোলা আছে, তিনি হলেন বাবা।

হাজারো চিন্তা যখন মাথার মধ্যে ঘুরপাক খায়, যখন বেঁচে থাকার মানেটাই অর্থহীন হয়ে যায়, তখন যিনি এসে বলেন চিন্তা কর না আমি তো আছি। সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ, তিনি হলেন বাবা। যাই বলি না কেন সেটাই কম হয়ে যাবে। বাবা, কতটা ভালোবাসি তোমায় তা কখনো বলা হয় না। তবে তুমি ছাড়া আমার অস্তিত্ব আমি কল্পনাই করতে পারি না।

বাবা মানে মাথার উপর বট গাছের বিশাল ছায়া। যে ছায়া রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু থেকে আমাদের রক্ষা করে সবরকম প্রতিকূল অবস্থায়।

আজ এই ঈদের দিনে পৃথিবীর সব বাবা দের কে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক!!! ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আর ছায়া হয়ে পাশে থাকুক তাদের সন্তানদের।

লিখা-ইফফা তাবাসসুম তালুকদার জান্নাত।

প্রেমিকা/প্রেমিকার জন্য ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ And Happy Eid Mubarak Wishes Status

অনেকেই প্রেমিকাকে ঈদের স্ট্যাটাস শুভেচ্ছা পাঠাতে চান। প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পাঠাতে। এখানে প্রেমিকাকে ঈদের স্ট্যাটাস জানানোর জন্য জনপ্রিয় ঈদের স্ট্যাটাস মেসেজ দেয়া হয়েছে। তাই এখান থেকে প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা, এস এম এস, স্ট্যাটাস ও উক্তি। ঈদ মোবারক স্ট্যাটাস ও ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেখে নিন।

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক!!!

রঙ লেগেছে মনে।

মধুর এই খনে-

তোমায় আমি রাঙ্গিয়ে দিবো

ঈদের এই দিনে। ঈদ মোবারাক

চিঠি দিয়ে নয়,

ফুল দিয়ে নয়।

কার্ড দিয়ে নয়

কল দিয়ে নয়।

মনের গহীন থেকে

মিষ্টি SMS দিয়ে জানাই-

ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!

প্রিয় বন্ধুর জন্য ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ

বন্ধু তুমি অনেক দূরে,

তাই তোমার কথা মনে পরে,।

সুন্দর এই সময় কাটুক খুশিতে,

সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।

ঈদ মোবারক!!!

যেমন ছিলাম, তেমন আছি।

বন্ধু তোমার পাশাপাশি।

ভাবছো হয়তো ভুলে গেছি,

কেন ভাবছো মিছে মিছি?

যদি তোমায় ভুলে জেতাম,

তাহলে কি এসএমএস করে

ঈদ মোবারক” জানাতাম ?

… 人

.. ( ◎ )

..║ ∩║  人

..║ ∩║_ .-:”’”;-      人

..║ ∩║ (((|)))      (((|))) ║-

..║ ∩║∩∩∩∩∩∩║║║ ║-

পবিত্র ঈদ মোবারাক!!!

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,

দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।

অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,

এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক!

ইলিশ মাছের ৩০ কাটা

বোয়াল মাছের দাড়ি।

ঈদের দিনে বন্ধু তুমি

এস আমার বাড়ি।

ঈদ মুবারক!!!

ঈদ মানে হাসি

ঈদ মানে খুশি।

ঈদ মানে বন্ধু তোকে

অনেক ভালবাসি।

ঈদ মোবারক!!!

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।

তুমি আসলে আনন্দ করবো সারাক্ষণ।

বন্ধু তুমি আসবে বলে থাকি দরিয়ে।

ঈদ মোবারক! শুভ হোক তোমার ঈদ

ঈদের খুশির বার্তা নিয়ে এসেছি তোমার কাছে,

জানিয়ে যাই একফালি চাঁদ আকাশে দেখাগেছে।

সময় অনেক কম বন্ধু যেতে হবে অনেক বাড়ি।

কালকে খুশির ঈদ হবে খবর পৌঁছাতে হবে তারি।

পারলে তুমি এসো বন্ধ আমার বাড়ির আঙ্গিনায়।

আপন করে নেবো তোমায় ঈদের খুশির ছোয়ায়।

ঈদ মোবারাক!!!

বন্ধুকে ঈদের শুভেচ্ছা | বন্ধুর জন্য ঈদ মোবারক স্ট্যাটাস 

তুমি আমার ঈদের চাঁদ মন করেছ জয়।

তুমি ছাড়া কেমন করে ঈদ একা কাটাই,

সুখের স্বপন আঁকবো দুজন হবে মুলাকাত

ঈদের দিনে মিলব দুজন থাকবেনা তফাৎ।

বন্ধু সুজন করবো কূজন বলবো অনেক কথা

কাছে এসে ভালোবেসে যুরাবো প্রণয় ব্যথা।

ঈদ মোবারাক!!!

রংধনু আসে রঙের টানে

সুবাস আসে ফুলের টানে।

বন্ধু আসে বন্ধুত্তের টানে

মন চলে যায় মনের টানে।

ঈদ আসে খুশীর টানে

ঈদ মোবারাক!!!

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,

দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,

অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ।

এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক!!!

ইদের দাওয়াত দিলাম বন্ধু,

আসবে আমার বাড়ি।

অনেক কথা জমে আছে,

বলবো তোমায় আমি-

না আসলে তোমার সাথে

বলবো না আর কথা।

কোন দিন পাবে না-

তুমি আমার দেখা।

ঈদ মোবারক!!!

কিছু কথা না বলা থেকে যায়,

কিছু ভাষা বর্ণনা হীন হয়।

তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,

এসো প্রান খুলে আজ সবাই বলি-

ঈদ মোবারাক বন্ধু!!!

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | ঈদের দিনের স্ট্যাটাস 2022

ঈদের দিনে আসবে বন্ধু

আমার ছোট্ট ঘরে।

সম্বল যা আছে আমার

দেব আদর করে।

ঈদ মোবারক!!!

হাসি খুশি রাশি রাশি

আজ দুখ নিয়েছে বিদায়

সব বেতা ভুলে গিয়ে

বুকেতে বুক মিলাউ

আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে।

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,

দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে-

অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ।

এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক!!!

ভাবছি একটা কথা বলব

কিভাবে শুরু করি ভেবে পাইনা

তবুও বলতে হয় দোস্ত

ঈদের দিনে তোর বাড়িতে

খাব কিন্তু গোস্ত।

ঈদ মোবারক!!!

প্রবাসীদের জন্য ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ শুভেচ্ছা বাণী

যারা প্রবাসীদের ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস জানাতে চান। তাদের জন্য এখানে জনপ্রিয় প্রবাসীদের নিয়ে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া হয়েছে। প্রবাসীদের ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেখতে নিচের অংশ খেয়াল করুন।

বন্ধু তুমি অনেক দূরে,

তাইতো তোমায় মনে পড়ে,

সুন্দর এই সময় কাটুক খুশিতে,

সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,

ঈদ মোবারক!!!

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

সকল প্রবাসী ভাইদের জানাই ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক!!!

সকল প্রবাসী ভাইয়ের ঈদ ভালো কাটুক।

এ আশায় সবাইকে জানাই ঈদ মোবারক।

পরিবার ছেড়ে সকল প্রবাসী ভাই ঈদ করে।

অনেক কষ্ট লুকিয়ে তাদের ঈদ উদযাপন করতে হয়।

তাই আজকের এই খুশির দিনে সবাইকে জানাই ঈদ মোবারক।

সকল প্রবাসী ভাই সব সময় সুস্থ থাকুক-

এই আশায় সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা !!

ঈদ মোবারক মানে কি?

ঈদ মোবারক বা ঈদ মুবারক (আরবি: عيد مبارك‎‎) হলো মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য, যেটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে। “ঈদ” শব্দের অর্থ আনন্দ বা উদ্‌যাপন; আর “মোবারক” শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং “ঈদ মোবারক” শব্দের অর্থ হলো ঈদ বা আনন্দ উদ্‌যাপন কল্যাণময় হোক। (BN WIKI) বিস্তারিত পড়ুন

ঈদ মোবারক আরবি: عيد مبارك‎ হল মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য যেটি তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ঈদ মোবারকের অর্থ হল ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। (BD IMAM)

ঈদ মোবারক বলা যাবে কি? ঈদের শুভেচ্ছা মানুষকে কিভাবে জানাবো জাকির নায়েক

PIC URL: https://qph.fs.quoracdn.net/main-qimg-82f085252578e9dd496c2165841ea557-lq

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস

বর্তমানে আমরা সবাই সবকিছুই ফেসবুকে শেয়ার করে থাকি, আর ঈদের সময় ঈদের স্ট্যাটাস দেবনা তা কি করে হয়। এই অংশে ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস দেয়া আছে।

দুরের মানুষ আসুক কাছে

কাছের জন থাকুক পাশে

মন ছুটে যাক মনের টানে

নয়া চান্দের আগমনে

ঈদ কাটুল খুশী মনে

ঈদ মোবারাক!!!

রং লেগেছে মনে

মধুর এই ক্ষনে

তোমায় আমি রাঙ্গিয়ে দেবো

ঈদের এই দিনে

শুভ ঈদ মোবারাক !!!

রিমঝিম এই বৃষ্টিতে,

ঈদ কাটাবো সৃষ্টিতে।

খুশির হাওয়া লাগলো মনে,

নাচবে খুকি ক্ষণে ক্ষণে।

সাজবে সবায় নতুন পোশাক,

ঈদ যেন সারা জীবন রয়ে যাক।

ঈদ মোবারক!!!

ঈদ আনে বস্তা ভর্তি খুশি,

তাই তুমি খেয়ো পেট পুরে-

পোলাও আর খাশি।

তাই বলে ঈদ কখনো হবে না বাসি,

ঈদ মোবারক!!!

করোনা ঈদ মোবারক স্ট্যাটাস

আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি। সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। করোনার কারনে যেহেতু আমাদের অন্য সময়ের মত বাসা থেকে বের হওয়া যাবেনা সেহেতু আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন্দের সাথে ঈদের শুভেচ্ছা বার্তা  পৌছে দিতে পারি মোবাইলের মাধ্যমে।

বিশ্ব বাসির কালো দিন

ঈদের বাকি একদিন

করোনা কালে রোদের দিন

আসবে কিন্তু ঈদের দিন

মুখে পড়বে ডাবল মাস্ক

তোমাকে জানাই অগ্রিম

ঈদ মোবারক!!!

ঈদের আমেজ শুরু হয়ে গেলো।

আর মাত্র কয়েকদিন বাকি।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে

কার না ইচ্ছে করে যত্র তত্র করে শব্দ

বর্তমানে পুরো বিশ্ব করোনা মহামারিতে স্তব্ধ।

তারপরেও সবাইকে জানাই ঈদ মোবারক!!!

আজ করোনা ভুলার দিন,

আজ মন হবে যে রঙ্গিন।

আজ প্রান খুলে শুধু গান হবে,

আজ সুখ হবে সিমাহীন।

তার একটাই কারন,

আজ যে ঈদের দিন।

ঈদ মোবারাক!!!

করোনা কষ্টের আড়ালে সুখের রাশি,

প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।

তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।

সবাইকে জানাই ঈদ মোবারক!!!

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | ঈদের শুভেচ্ছা কবিতা | অগ্রিম ঈদের শুভেচ্ছা পিকচার

পবিত্র মাহে রমজান শেষেই চলে আসতে চলেছে মুসলিমদের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর মুবারক!! সারা বিশ্বের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনাবিল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদ্যাপিত হয়। ‘ঈদ’ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। অনেকেই আছেন যারা ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক স্ট্যাটাস পেতে চান।

ঈদুল ফিতরের দিন প্রতিটি মুসলমান নারী-পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। ঈদুল ফিতর প্রতিবছর ধরণিতে এক অনন্য-বৈভব বিলাতে ফিরে আসে। নতুন বছরের ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা সবাই পেতে চায়। আপনি যদি সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস পাঠাতে চান। তাহলে আজকে এই পোস্টের মাধ্যমে সেরা ঈদের শুভেচ্ছা গুলো সংগ্রহ করতে পারেন।

হাঁসের ডিম মুরগির ডিম

দেখা হবে ঈদের দিন

ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’

ঈদের দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি!

ঈদ মোবারক!!!

সারা দেশে চলছে ঈদের উৎসব।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

ঈদ মানে হাজার কষ্টের মাঝেও

একটুখানি হাসি। ঈদ মোবারক।

নতুন সকাল নতুন দিন।

শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ।

রঙ্গীন হোক ঈদের রাত।

ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,

তোমার জন্য ছিলো কত অপেক্ষা

তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।

ঈদ মোবারাক!!!

ঈদ মোবারক স্ট্যাটাস ইংরেজি

বৃষ্টি আসবে,

আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?

চাঁদ উঠবে,

আর জসনা থাকবে না এমন কি হয় ?

বাগানে ফুল ফোটবে,

আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?

আর ঈদ আসবে,

তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?

ঈদের দাওয়াত রইলো-

ঈদ মোবারাক!!!

পড়েছে আজ চাঁদের নজর,

তাইতো পেলাম ঈদের খবর,

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,

সবাই পেলো ঈদের বাতাস,

সবাইকে ঈদের শুভেচ্ছা।

 ঈদ মোবারাক!!!

ঈদ মোবারক পিকচার

ঈদ মোবারক স্ট্যাটাস Pic
ঈদ মোবারক স্ট্যাটাস Pic

অগ্রিম ঈদ মোবারক পিকচার 2022

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২
ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২

ঈদের শুভেচ্ছা কার্ড PNG

ঈদের শুভেচ্ছা কার্ড PNG
ঈদের শুভেচ্ছা কার্ড PNG

ঈদের পোস্ট 2022

ঈদের পোস্ট 2022
ঈদের পোস্ট 2022 Pic

ঈদ মোবারক ছড়া

ঈদ মোবারক ছড়া
ঈদ মোবারক Day

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২

ঈদ মোবারক ২০২২ পিকচার

ঈদ মোবারক ২০২২ পিকচার
ঈদ মোবারক ২০২২ পিকচার

অগ্রিম ঈদ মোবারক পিকচার 2022

অগ্রিম ঈদ মোবারক পিকচার 2022
অগ্রিম ঈদ মোবারক পিকচার 2022
অগ্রিম ঈদ মোবারক পিকচার
অগ্রিম ঈদ মোবারক পিকচার
ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ Pic
ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ Pic

Reference:

Various websites on the internet, especially the following sites-

http://banglamessageworld.blogspot.com/

http://correct-tips24.blogspot.com/

http://www.ajkerfact.com/

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | সর্বশেষ কথা

পরিশেষে একটি বিশেষ কথা বলে আজকে এই ‘ঈদ মোবারক স্ট্যাটাস’ পোস্ট শেষ করছি- জানিনা কে বা কারা এই সুন্দর সুন্দর- ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদ মোবারক SMS, ঈদ মোবারক কবিতা, ঈদ মোবারক ছড়া, ঈদ মোবারক শুভেচ্ছাবাণী এই বিষয় গুলো মিলিয়ে লিখেছেন। যে বা যারাই এই কাজটি করেছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা অর্পণ করছি। সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া ও ভালো বাসা রইলো- আশা করছি আপনাদের প্রতেকের ২০২২ সালের রমজানের ঈদ ভালো কাটবে ইনশাআল্লাহ! সবাইকে অগ্রিম হ্যাপি ঈদ মোবারক!!!

ঈদ মোবারক স্ট্যাটাস
ঈদ মোবারক স্ট্যাটাস

Marketer Rashed

This Is Marketer Rashed! A Digital Marketing Expert With Over 6+ Years of Experience On Digital Marketing. CEO & Founder at "Digital Marketing MasterMind" and Madaripur Outsourcing Institute.

Leave a Reply

15 − fourteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.