জিমেইল আইডি কিভাবে খুলবো।Open Gmail Step by Step

জিমেইল আইডি কিভাবে খুলবো ২০২৩। How to open Gmail ID Step By Step 2023

জিমেইল আইডি কিভাবে খুলবো এটা অনেকেই না জানার কারনে অনেক সময়েই কোন কাজ করতে গিয়ে ঝামেলায় পরতে হয়। তাই কিভাবে ধাপে ধাপে একটা প্রফেশনাল জিমেইল আইডি খুলতে হয় সেটা নিতেই আজকের পোস্ট ।

একটি জিমেইল একাউন্ট (gmail account) খোলার জন্য একটি ল্যাপটপ / কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।

জিমেইল আইডি কিভাবে খুলবো ( ভিডিও )

জিমেইল আইডি কিভাবে খুলবো ভিডিও তে খুব সুন্দর করে বুঝিয়ে বলা আছে।প্রয়োজনে ভিডিওটি দেখে নিন—

একটি জিমেইল আইডি কিভাবে খুলবো ২০২৩ তা ধাপে ধাপে দেয়া হলঃ

ধাপ-১

Gmail account বা google account খোলার জন্য সর্বপ্রথমে আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে accounts.google.com/signup এটা লিখে সার্চ করে এই লিঙ্ক এ ভিজিট করুন।

ধাপ-২

এরপরে আপনাকে কিছু অপশন দিবে যেগুলো আপনার একটা জিমেইল আইডি খুলতে গেলে অবশ্যই ফিলাপ করতে হবে।আমি সেগুলো step by step দেখিয়ে দিচ্ছি । 

এরপরে আপনাকে নামের First name এবং Last name দিতে বলবে । আপনি আপনার নামের 

First name ও last name দিয়ে দিবেন।আমি আপনাদের বুঝানর জন্য আমার নাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি । 

যেমনঃ আমার নাম যেহেতু সুমাইয়া জাহান । তাই আমি আমার নামের First name দিব Sumaiya এবং Last name দিব Jahan। আপনি ও এভাবে আপনার নাম দিয়ে ফিলাপ করে দিবেন।

ধাপ-৩

এরপরে আমাদের username দিতে হবে। username হচ্ছে আমাদের যেই জিমেইল আইডি থাকবে , যেই নামে আমাদের একাউন্ত হবে সেতাই হচ্ছে username।

তো username দেয়ার সময় অবশ্যই একটা বিসয় খেয়াল রাখতে হবে যে, username এর মধ্যে কোন রকম স্পেস থাকতে পারবেনা । 

কোন স্পেস ছাড়া আমারা যেই নামে জিমেইল খুলতে চাই সেটা দিয়ে দিব । তবে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার username হিসেবে available না ও থাকতে পারে । তাহলে অবসসই আপনাকে অন্য কোন username দিয়ে নিতে হবে। 

ধাপ-৪

এরপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনি অবশ্যই আমন পাসওয়ার্ড  দিবেন যেটা আপনার মনে থাকবে । আপনাকে ২ বার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে Next বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৫

এরপরে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে।{ না দিলে ও হবে } তবে দিয়ে দিলে ভাল হয় যদি আপনি কখনও পাসওয়ার্ড ভুলে জান তখন অই মোবাইল নম্বর দিয়ে রিকভারি করতে পারবেন।

তারপরে আপনাকে alternative জিমেইল হিসেবে একটা জিমেল দিতে হবে । {এটা ও মোবাইল নম্বরের মতই }

এই দুই তাই আপনার জন্য দিয়ে দেয়া উত্তম । কারন কখনও যদি আপনি পাসওয়ার্ড ভুলে জান বা আপনার জিমেইল হাক হয় বা যেকোনো সমস্যা হলেই আপনি মোবাইল নম্বর বা এই অন্য জিমেইল দিয়ে দিলে সেতার মাধ্যমে আপনার এই জিমেইল ফিরে পাবেন।

এরপরে আপনাকে জন্মতারিখ দিতে হবে।

 তারপরে আপনাকে Gender সিলেক্ট করতে হবে। আপনি male নাকি female সেটা দিয়ে দিবেন।

 সবকিছু দেয়ার পরে আবার Next বাটনে ক্লিক করবেন।

ধাপ-৬

তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেসন করতে হবে। মানে আপনার মোবাইল নম্বরে একটি Code যাবে ,সেটা দিয়ে ভেরিফিকেসন করে নিতে হবে।

ধাপ-৭

এরপরে গুগোলের কিছু নির্দেশাবলী আসবে ওগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন । আর না পরেলেও কোন সমস্যা নেই আপনি Agree তে ক্লিক করে দিবেন।

সবকিছু এভাবে ঠিক মত দিয়ে দিলে আপনার একটা প্রফেশনাল জিমেল আইডি খুলে ফেলতে পারবেন।

আশা করছি আজকের পোস্টটি পড়ে জিমেইল আইডি কিভাবে খুলবো জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। জিমেইল আইডি সম্পর্কে ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করেন জানবেন । তাহলে খুব শীঘ্রই সেটা নিয়ে পোস্ট করব ইনশাআল্লাহ। 

আমার লিখা অনন্য কিছু জনপ্রিয় পোস্টঃ

সকলের সুস্থতা কামনা করছি। জাযাকাল্লাহ খাইরান।

Marketer Rashed YouTube Channel

জিমেইল আইডি কিভাবে খুলবো
জিমেইল আইডি কিভাবে খুলবো

Leave a Reply

five × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.