হ্যাপি নিউ ইয়ার 2023 স্ট্যাটাস,পিকচার,উক্তি,ব্যানার
হ্যাপি নিউ ইয়ার নিয়ে যেন আমাদের সকলের উল্লাসের কোন শেষ নেই। এই দিনে সবাই একে অপরকে শুভেচ্ছা জানাতে একটু ও কার্পণ্য করিনা । পিকনিক, পার্টি, হ্যাং আউট, খাওয়া -দাওয়া, আড্ডা সহ রকমারি সেলিব্রেশনের (Celebration) মাধ্যমে সকলে আহ্বান জানান নতুন বছরের।
এবংসবাই চাই একে অপরকে সবার আগে শুভেচ্ছা জানাতে। তাই আজকে হ্যাপি নিউ ইয়ার এর চমৎকার কিছু ফেসবুক স্ট্যাটাস ও পিকচার নিয়ে আজকের পোস্ট।
নিচে হ্যাপি নিউ ইয়ার ২০২৩ স্ট্যাটাস ও হ্যাপি নিউ ইয়ার 2023 পিকচার দেয়া হলঃ
“নতুন বছরের শুভেচ্ছা রইলো…শুভ হোক ২২শে পদার্পণ”
“ঘড়ির কাটা বলছে ঠিক ঠিক সময় নাই যে আর
রাত বারটা বেজে গেলো এলো নিউ ইয়ার
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার”
“দিন গুলি যেমনি হোক, ঠিক যায় কেটে,
তবে বল লাভ কি পুরোনো স্মৃতি গেথে,
এ বছরে পুরন হউক তোমার সকল আসা,
নতুন বছরে তোমার জন্য এটাই করি প্রত্যাশা।
“নতুন বছরের শুভেচ্ছা”
.gif)
“যাকে আমি দেবো এই মন
হবে সে যে শুধু এই আমার
হ্যাপী নিউ ইয়ার”
“নিউ ইয়ার দিচ্ছে উঁকি,আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমাকে বলে রাখি।
“অগ্রীম হ্যাপি নিউ ইয়ার”
“শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটা দিন হোক শুভ!
“হ্যাপি নিউ ইয়ার ২০২৩”
“নতুন বছর নতুন দিন,
সবার জীবনটা হোক রঙিন।
পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরও,
পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও।
শুধু ভালবাসা গুলো থেকে যাক সব হৃদয়ে যেমনি ছিল যার,
সবাই কে জানাই আমি” “হেপি নিউ ইয়ার”
.webp)
দেখে নিতে পারেনঃ মেহেদি ডিজাইন 2023 | Mehendi Designs হাতের পায়ের ছবি পিকচার ইমেজ
“যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর”
Happy New Year
.webp)
“শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি।
আছে ১টা বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল।
কি করে যে জানাই তাঁকে” Happy New Year.
“মুছে যাক সমস্ত দুঃখ- গ্লানি, আনন্দয় ভরে উঠুক পৃথিবী”
“শুভ ২০২৩”
“নিশি যখন ভোর হবে।
সুখ তারা নিভে যাবে,
আসবে একটা নতুন দিন,
দুঃখ হতাশা যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে,
বছরটা হোক অমলিন।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩”

“জাগুক হৃদয়েতে নব আনন্দ,
সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ,
দুর করে দিয়ে সকল দুঃখ,
আস হে নতুন আস”
Happy New Year

“লাইফ কে সুন্দর করো।
মনকে ফ্রেশ করো। হৃদয়কে নরম করো।
টাইমকে উইজ করো। লাভকে মিস করো।
বন্ধুকে এসএমএস করো।
হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম করো”
Happy New Year 2022.
“নতুন বছর আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক”
.webp)
“নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি”
“অগ্রীম হ্যাপি নিউ ইয়ার”
“নতুন বছরের নতুন যাত্রা যেন সুখ আর সমৃদ্ধিময় হয়
এই কামনায় তোমায় জানাই হ্যাপি নিউ ইয়ার”
“নতুন বছরে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠুক”
“শুভ ২০২৩”
.webp)
“সবকিছুরই ১টা শুরু এবং শেষ থাকে।
কামনা করি নতুন বছরে তোমার
আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়”
“জেগে উঠুক হৃদয়েতে নতুন আনন্
, সঙ্গীতে দাও নতুন ছন্দ,
দূর করে দিয়ে সকল দুঃখ,
এসো হে নতুন নতুন এসো।
“নতুন বছরকে জানাই স্বাগতম”
.webp)
“নতুন বছরের নতুন দিন,
অল্প কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্ন গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা”
“হ্যাপি নিউ ইয়ার ২০২৩”
“নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে
লাইফ হোক সুন্দর, অতিত জাও ভুলে।
নতুন বছর সাজাও তুমি নিজের মত করে”
“Happy New Year”
.webp)
“নতুন আলো নতুন ভোর,
আসলো বছর কাটলো প্রহর।
অতীতের হলো মরণ,
নতুনকে করো বরণ!!
পুরোনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমায় জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি”
.png)
“আজ দুঃখ ভোলার দিন,
আজ মন হবে যে রঙিন,
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সীমাহীন।
তার কারণ একটাই!
আজ বছরের প্রথম দিন।
নতুন বছরের শুভেচ্ছা রইলো”
.gif)
“নতুন পোশাক, নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি”
Happy New Year 2023
“মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি।
সুখি ছিলে সুখি হও।
আর শুভ হোক তোমার নতুন বছর”
Happy New Year !!
.png)
“বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর এসেছে, তাঁকে যত্ন করে রেখো,
স্বপ্নগুলো সত্যি করে খুব ভাল থেকো”
“Happy New Year 2023”
.gif)
“নতুন বছর নতুন আলো,
বন্ধুরা সব কই গেল?
পাখিরা সব ডানা মেলে,
২০২২ ঘরে এলো।
দুঃখ গুলো যাই ভুলে,
যাতে সুখের সন্ধান মেলে।
এমন করে বলিস না তোরা,
আসিস আমার বাড়ি।
সবাই মিলে একসাথে ২০২৩ দেব পাড়ি”
“হ্যাপি নিউ ইয়ার।”
.png)
“নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রংধনুর রঙে লিখে,
দখিনা বাতাসকে দিয়ে আমার
মনের কথা পাঠালাম”
“Happy New Year”
“আজ দেখ নতুন সপ্ন,
ভুলে যাও সব পুরনো কষ্ট!
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন লাইফ,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ”
“Happy New Year”
.png)
“মিশে থেকো আপনজনে,
মান-অভিমান সব ভুলে,
খুশীর প্রদীপ রেখো জ্বেলে।
হাজার সূর্য তোমার চোখে।
ভাল থেকো এই কামনায় তোমায়
জানাই “শুভ নববর্ষ ২০২৩”
“আসছে নতুন বছর,
সবাইকে জানাই সুখবর…
সবার মনে আনন্দ।
তবে কেন মুখ বন্ধ?
জোরে জোরে বলা দরকার”
“Happy New Year”
.png)
“স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জানাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা”
“সূর্য বিলায় আলো, তোমরা থাকো ভালো।
চাঁদ ছড়ায় জ্যোৎস্না।
তোমাদের প্রতি শুভ কামনা”
Happy New Year 2023″
“আগের সব কষ্ট, করে ফেল নষ্ট।
নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখ না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন”
নতুন বছরের শুভেচ্ছা”
“যেটুকু ভুল ছিল শুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব।
সবারে বাসবো ভালো,
এই প্রত্যয়ে শুরু হোক নতুন বছর”
হেপি নিউ ইয়ার”
“বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর এসেছে, তাঁকে যত্ন করে রেখো,
স্বপ্নগুলো সত্যি করে খুব ভাল থেকো”
“হ্যাপি নিউ ইয়ার ২০২৩”
Marketer Rashed YouTube Channel