পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আমাদের সকলের জানা উচিত । কারন পদ্মা সেতু নিয়ে আমাদের ছোট বড় সকলের আবেগ আর অপেক্ষার শেষ নেই কোন । পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ যেমন ,পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে ? পদ্মা সেতুর উদ্দেশ্য কি?পদ্মা সেতুর নকশাকার কে? ইত্যাদি।
পদ্মা সেতু শুধু আমাদের প্রয়োজন , আবেগ আর ভালোবাসাই নয় । এটা আমাদের শিক্ষা ক্ষেত্রে ও বিশেষ ভুমিকা রাখবে তাই আমাদের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান অবশই জানা উচিত । শুধু পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এই নয় পদ্মা সেতু সম্পর্কে সবকিছু আমাদের জেনে রাখা উচিত। তাই আজকের এই আয়োজন আপনাদের জন্য –
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিম্নে দেয়া হলঃ
১) পদ্মাসেতু উদ্বোধন হয়েছিল কবে ?
ঊত্তরঃ ২৫ জুন , ২০২২
২ ) পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে ?
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে ।
৩) প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৪) প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৫) প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৬) প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৭) প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৮) প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৯) প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
১০) প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১১) প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১২) প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১৩) প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৪) প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৫) প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৬) প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৭) পদ্মা সেতু কয়টি জেলা নিয়ে অবস্থিত ?
উত্তরঃ ৩ টি
১৮) পদ্মা সেতু অবস্থিত ৩ টি জেলার নাম কি কি ?
উত্তরঃ মুন্সিগঞ্জ , শরিয়তপুর ও মাদারীপুর ।
১৯) প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
২০) প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত ।
২১) প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২২) প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
২৩) পদ্মা সেতু কোন মন্ত্রণালয় কাজ করে ?
উত্তরঃ সেতু অ সড়ক মন্ত্রণালয় ।
২৪)পদ্মা সেতুর স্প্যান সংখ্যা ?
উত্তরঃ ৪১ টি ।
২৫) পদ্মা সেতুর সবগুলো স্পান বসাতে মোট সময় লাগে ?
উত্তরঃ ৩৮ মাস ।
২৬) পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান ?
উত্তরঃ পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান নিচতলায়।
২৭) পদ্মা সেতুর নকশাকার কারা ?
উত্তরঃ AECOM এর নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা।
২৮) পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম কি ?
উত্তরঃ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
২৯ ) পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা কতজন ?
উত্তরঃ ১১ জন।
৩০) পদ্মা সেতুর কাজ কি?
উত্তরঃ মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক, টোল প্লাজা.
৩১ ) পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি কবে ?
উত্তরঃ ১৭ই জুন, ২০১৪ইং সালে বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়
৩২) পদ্মা সেতু কতটি জেলার সাথে সংযুক্ত হয়েছে ?
উত্তরঃ ২১ টি ।
৩২) পদ্মা সেতুর ভুমিকম্প সহনীয় মাত্রা কতটুকু ?
উত্তরঃ রিখটার স্কেল ৯ ।
আজকের পোস্ট এ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি । আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন।
শুধু পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এই নয় পদ্মা সেতুর সকল বিষয়ে আমাদের জ্ঞান রাখা জরুরি । সপ্নের পদ্মা সেতু আমাদের আর এই পদ্মা সেতুর ব্যাপারে আমাদের না জানলেই নয়।
পদ্মা সেতু নিয়ে যা কিছু জানতে চান তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন , আগামিতে তা হলে আমরা সেগুলো নিয়ে লিখব ইনশাআল্লাহ্ ।
আগামি পোস্ট এ আমরা পদ্মা সেতুর খুঁটি নাটি বিষয় নিয়ে লিখব ইনশাআল্লাহ্ । পদ্মা সেতুর বিভিন্ন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন ।
আজকের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান পোস্ট টি সম্পূর্ণ পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সুমাইয়া জাহান ফাতেমা – মার্কেটিং সম্পর্কিত পোস্ট পড়তে নিচের লিঙ্ক এ ভিজিট করুনঃ-
জাযাকাল্লাহ খাইরান ।