পাসপোর্ট করতে কি কি লাগে । Passport korte ki ki lage 2023

পাসপোর্ট করতে কি কি লাগে পাসপোর্ট করার কথা ভাবলেই সর্ব প্রথম এ প্রশ্ন মাথায় আসে।আর আসাটাই স্বাভাবিক । কারণ পাসপোর্ট করতে গেলে আমাদের অবশই জানা উচিত যে পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কি কি লাগে। 

পাসপোর্ট করতে কত টাকা লাগে দেখে নিতে পারেনঃ পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট করতে গেলে কি কি কাগজ পত্র লাগে এটা আমাদের জান না থাকলে অনেক সময় পাসপোর্ট করতে গিয়ে ফিরে আস্তে হয় এবং ঝামেলায় পরতে হয়। 

আর নিজে নিজে পাসপোর্ট করার জন্য আবেদন করলে ও অবশ্যই জানা উচিত পাসপোর্ট করতে গেলে কি কি কাগজ । তাই আপনাদের জন্য আজকের পোস্ট টি পাসপোর্ট করতে হলে কি কি লাগবে সব জানতে পারবেন সম্পূর্ণ পোস্ট টি পরলে।

পাসপোর্ট করতে কি কি লাগে ( ভিডিও )

পাসপোর্ট করতে গেলে ঠিক কি কি লাগবে ভিডিও তে খুব সুন্দর করে বুঝিয়ে বলা আছে। বয়স অনুযায়ী কি কি কাগজ লাগে, কোন ধরনের মানুষের জন্য কি কি ডকুমেন্টস দরকার ভিডিও তে সাজিয়ে বুঝানো হয়েছে। প্রয়োজনে ভিডিওটি দেখে নিন—

পাসপোর্ট করতে হলে কি কি লাগবে PDF

ই পাসপোর্ট করতে কি কি লাগে :

  • ই পাসপোর্ট আবেদন অনলাইন কপি ( প্রিন্ট কপি )
  • পাসপোর্ট এপ্লিকেশন সামারি কপি ( প্রিন্ট কপি )
  • পাসপোর্ট ফি প্রদানের মূলকপি
  • জন্ম নিবন্ধন সনদ ( বয়স ১৮ বছরের কম হলে )
  • জাতীয় পরিচয় পত্র ( ফটো কপি এবং মূল কপি )
  • বাবা মায়ের NID ফটো কপি এবং মূল কপি ( বয়স ১৮ বছরের কম হলে )
  • নাগরিকত্ব সনদ 
  • পেশা সনদ ( বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় )
  • স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্রের মূল কপি ও ফটোকপি (ছাত্র হলে )
  • কারিগরী সনদ ( কারিগরী পেশার সাথে জড়িত থাকলে টেকনিক্যাল সনদ আপলোড করতে হবে )
  • পূর্বের পাসপোর্টের ফটো কপি এবং মূল কপি (আগে যদি পাসপোর্ট করা হয়ে থাকে )
  • ঠিকানার প্রমাণপত্র ( বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হলে স্থায়ী ঠিকানার নাগরিক সনদপত্র থাকতে হবে। এবং বর্তমান ঠিকানার কমিশনার নাগরিক পত্র )

আশা করছি আজকের পোস্টটি পড়ে পাসপোর্ট সম্পর্কে জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। পাসপোর্ট সম্পর্কে আপনার আরও কোন ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করেন জানবেন । তাহলে খুব শীঘ্রই সেটা নিয়ে পোস্ট করব ইনশাআল্লাহ। 

আমার লিখা অনন্য কিছু জনপ্রিয় পোস্টঃ

সকলের সুস্থতা কামনা করছি। জাযাকাল্লাহ খাইরান।

পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট করতে কি কি লাগে

Leave a Reply

9 + 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.