রমজানের সময় সূচি 2023 | রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩

  • Post author:
  • Post last modified:March 2, 2023
  • Reading time:18 mins read

রমজানের সময় সূচি 2023 | রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ | স্থায়ীভাবে ২০২৩ সালের মাহে রমজানের সময় সূচি এবং রমজানের ক্যালেন্ডার দেখে নিন-

রমজানের সময় সূচি 2023: অথবা রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ সম্পর্কে জানা বা জেনে রাখা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণও বটে। কেননা প্রত্যেক মুসলমান নির্দিষ্ট তারিখ থেকে পবিত্র মাহে রমজানের রোজা রাখেন।

এর একটি নির্দিষ্ট সময় সূচি রয়েছে। তাই আমাদের প্রত্যেকেরই এই রমজান মাসের ক্যালেন্ডার সম্পর্খে জেনে রাখা অতান্ত প্রয়োজন। আজকের এই পোস্টিতে আমরা এই বছরের অর্থাৎ ২০২৩ সালের মাহে রমজান মাসের সময় সূচি এবং ক্যালেন্ডার সম্পর্খে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ!

পবিত্র কুরআনে পবিত্র মাহে রমজান সম্পর্কে বলা হয়েছে যে,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। (Holy Quran 2:183)

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে।

আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। (Holy Quran 2:185)

পবিত্র মাহে রমজানের সূচনা কাল

রমজানের রোজার পালনের নির্দেশমদিনায় দ্বিতীয় হিজরির ১০ শাবান মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন-شَهْرُ رَمَضَانَ الَّذِىٓ أُنزِلَ فِيهِ الْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلٰى مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ‘

রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে কুরআন। মানুষের জন্য হেদায়েত, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী।অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে। তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এ সংখ্যা অন্য সময় পূরণ করবে।

আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ তা, আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর তা, যেন তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো, তোমাদের সৎপথে পরিচালিত করার জন্য এবং যেন তোমরা শুকরিয়া আদায় করতে পার।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)

রমজানের সময় সূচি 2023

হিজরি সন অনুযায়ী প্রত্যেক বছরেরই পবিত্র মাহে রমজানের সময় সূচিতে একটু কিচিৎ পরিবর্তন লক্ষ করা যায়। মূলত শাবান মাসের চাঁদ দেখার উপরে মাহে রমজানের রোজা নির্ভর করে। প্রত্যেক মুসলিম নরনারী যাদের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে তারা এই রমজানের সময় সূচি সম্পর্কে জেনে বুঝে রোজা পালন করেন।

শাবান মাসের চাঁদ দেখার উপরে ভিত্তি করেই দেশের দায়িত্বশীল বড় বড় আলেমেদিন ওলামায়ে কেরামরা রমজানের সময় সূচি প্রণয়ন করে থাকেন। তেমনি ২০২৩ সালের রমজানের সময় সূচি ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে যা সম্পর্কে এখন আমরা জানাবো। মূলত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই মাহে রমজানের সময় সূচি প্রণয়ন করা হয়। যদিও এগুলো হিজরি হিসাব এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে দেয়া একটি আগাম সম্ভাব্য সময় সূচি মাত্র।

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩

আগেই বলেছি ইমধ্যেই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ২০২২ সালের রমজান মাসের ক্যালেন্ডার তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। চলুন আমরা ২০২২ সালের মাহে রমজানের সময় সূচি  বা রমজানের ক্যালেন্ডার দেখে নেই।

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ | ইসলামিক ফাউন্ডেশন

রমজান মাসের ক্যালেন্ডার ২০২3
রমজান মাসের ক্যালেন্ডার ২০২3

বিশেষ বার্তা: ১লা রমজান চাদ দেখার উপর নির্ভরশীল। বিদ্রো: সেহরির শেষ সময় সতর্কতা মূলক ভাবে সুবহে সাদিকের মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সাহরীর সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্থের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

রমজানের সময় সূচি 2022 | রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ বাংলাদেশ

১৪৪১ হিজরী রমজান 2022 খ্রিষ্টাব্দ এপ্রিল/মেবারসাহরীর শেষ সময়ফজরের ওয়াক্ত শরুইফতারের সময়
০১২৫ এপ্রিলশনিবার৪-০৫ মি:৪-১১মি:৬-২৮মি:
০২২৬ এপ্রিলরবিবার৪-০৪ মি:৪-১০মি:৬-২৯মি:
০৩২৭ এপ্রিলসোমবার৪-০৩মি:৪-০৯মি:৬-২৯মি:
০৪২৮ এপ্রিলমঙ্গলবার৪-০২মি:৪-০৮মি:৬-২৯মি:
০৫২৯ এপ্রিলবুধবার৪-০১মি:৪-০৭মি:৬-৩০মি:
০৬৩০ এপ্রিলবৃহস্পতিবার৪-০০মি:৪-০৬মি:৬-৩০মি:
০৭০১ মেশক্রবার৩-৫৯মি:৪-০৫মি:৬-৩১মি:
০৮০২ মেশনিবার৩-৫৮মি:৪-০৪মি:৬-৩১মি:
০৯০৩ মেরবিবার৩-৫৭মি:৪-০৩মি:৬-৩২মি:
১০০৪ মেসোমবার৩-৫৫মি:৪-০০মি:৬-৩২মি:
১১০৫ মেমঙ্গলবার৩-৫৪মি:৪-০০মি:৬-৩৩মি:
১২০৬ মেবুধবার৩-৫৩মি:৩-৫৯মি:৬-৩৩মি:
১৩০৭ মেবৃহস্পতিবার৩-৫২মি:৩-৫৮মি:৬-৩৪মি:
১৪০৮ মেশক্রবার৩-৫১মি:৩-৫৭মি:৬-৩৪মি:
১৫০৯ মেশনিবার৩-৫০মি:৩-৫৬মি:৬-৩৫মি:
১৬১০ মেরবিবার৩-৫০মি:৩-৫৬মি:৬-৩৫মি:
১৭১১ মেসোমবার৩-৪৯মি:৩-৫৫মি:৬-৩৬মি:
১৮১২ মেমঙ্গলবার৩-৪৯মি:৩-৫৫মি:৬-৩৬মি:
১৯১৩ মেবুধবার৩-৪৮মি:৩-৫৪মি:৬-৩৬মি:
২০১৪ মেবৃহস্পতিবার৩-৪৮মি:৩-৫৪মি:৬-৩৭মি:
২১১৫ মেশক্রবার৩-৪৭মি:৩-৫৩মি:৬-৩৭মি:
২২১৬ মেশনিবার৩-৪৭মি:৩-৫৩মি:৬-৩৮মি:
২৩১৭ মেরবিবার৩-৪৬মি:৩-৫২মি:৬-৩৮মি:
২৪১৮ মেসোমবার৩-৪৬মি:৩-৫২মি:৬-৩৯মি:
২৫১৯ মেমঙ্গলবার৩-৪৫মি:৩-৫১মি:৬-৩৯মি:
২৬২০ মেবুধবার৩-৪৪মি:৩-৫০মি:৬-৪০মি:
২৭২১ মেবৃহস্পতিবার৩-৪৪মি:৩-৫০মি:৬-৪০মি:
২৮২২ মেশক্রবার৩-৪৩মি:৩-৪৯মি:৬-৪১মি:
২৯২৩ মেশনিবার৩-৪৩মি:৩-৪৯মি:৬-৪২মি:
৩০২৪ মেরবিবার৩-৪২মি:৩-৪৮মি:৬-৪২মি:
রমজানের সময় সূচি 2022

জেলাভিত্তিক রমজানের ইফতার ও সেহরির সময়সূচি

(ঢাকার সময় হতে বাড়াতে হবে)
জেলাসাহরীজেলাইফতার
মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারীগোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিংহ
ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশালমানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, খুলনা
নওঁগা, ঝালকাঠিশেরপুর, মাগুরা
নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জসিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা
কুষ্টিয়া, রাজশাহী, পিরােজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহকুষ্ঠিয়া, পাবনা, ঝিনাইদহ
চাপাইনবাবগঞ্জ, যশাের চুয়াডাঙ্গা, খুলনাচুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া
মেহেরপুরনাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট
সাতক্ষীরারাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট
নীলফামারী, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ১০
পঞ্চগড়, ঠাকুরগাঁও১২
জেলাভিত্তিক রমজানের ইফতার ও সেহরির সময়সূচি
(ঢাকার সময় হতে কমাতে হবে)
জেলাসাহরীজেলাইফতার
গাজীপুর, লক্ষীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজারশরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি
শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম, নরসিংদীবরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর,
কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ,বান্দরবনবি.বাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ
বি.বাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবনকুমিল্লা, নোয়াখালি, সিলেট, মৌলভীবাজার
নেত্রকোনা, খাগড়াছড়িফেনী
হবিগঞ্জ
সুনামগঞ্জ
মৌলভীবাজারখাগড়াছড়ি, চট্টগ্রাম
সিলেটরাঙ্গামাটি৯মি.
বান্দরবান, কক্সবাজার১০মি
জেলাভিত্তিক রমজানের ইফতার ও সেহরির সময়সূচি

২০২৩ সালের রমজানের ডিজিটাল ক্যালেন্ডার মোবাইল অ্যাপ

হ্যাঁ, আমি বলছি “মুসলিমস ডে” ইসলামিক অ্যাপটির কথা। শুধু রমজানের ক্যালেন্ডারই নয় এই অ্যাপটিতে আপনি প্রয়োজনীয় প্রায় সকল আমলের আপডেট পেয়ে যাবেন। এক কথায় বলা যায় এটি অসাধারণ একটি অ্যাপ। অসাধারণ এই এপ্লিকেশনটিকে আপনি আপনার রোজার ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন।

নামাজ রোজার সময় সূচি অ্যাপ
নামাজ রোজার সময় সূচি অ্যাপ

মুসলিমস ডে অ্যাপটি ২০১৫ সাল থেকে আপনাদের সেবায় নিয়োজিত। শুরুতে অ্যাপের নাম ছিল App Of Ramadan. পরবর্তীতে উক্ত নামটি পরিবর্তন করে Muslims Day রাখা হয়েছে। অ্যাপটি সকল প্রকার আপত্তিকর ও আশালীন বিজ্ঞাপনমুক্ত। নিচে অ্যাপটির ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত বলা হলোঃ

সলিমস ডে অ্যাপটির নামাজের সময়সূচীঃ

  • পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ওয়াক্ত
  • সালাতুদ দুহা (চাশত, ইশরাক) নামাজের ওয়াক্ত
  • আওয়াবিন, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত
  • নামাজের নিষিদ্ধ সময়
  • নামাজের কাউন্টডাউন টাইমার

সলিমস ডে অ্যাপটির সাহরি ইফতারের সময়সূচীঃ

  • সকল দেশের রমজান মাসের সাহরি ইফতারের ক্যালেন্ডার
  • সকল দেশের সারা বছরের সাহরি ও ইফতারের সময়সূচী
  • রমজান মাসে বাংলাদেশের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার ২০২২, ২০২৩
  • সাহরি ও ইফতারের কাউন্টডাউন টাইমার

সলিমস ডে অ্যাপটির নোটিফিকেশনঃ

  • প্রতিদিন অন্তত একটি করে অফলাইন নোটিফিকেশন (আয়াত বা হাদীস)
  • সমসাময়িক বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনলাইন নোটিফিকেশন
  • আইয়ামে বীজের নফল রোজা সহ প্রায় প্রত্যেকটি বিশেষ ইসলামিক দিবসে রিমাইন্ডার নোটিফিকেশন

মুসলিমস ডে অ্যাপটির কনটেন্টঃ সমূহ

  • হিজরি, বাংলা ও ইংরেজি তারিখ ক্যালেন্ডার
  • সূর্যোদয় ও সূর্যাস্তের সময়
  • দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেকগুলো দুআ
  • সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আর্টিকেল
  • নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ মাসআলা
  • সুন্নাহসম্মত (মাসনূন) আমল
  • সমাজে প্রচলিত ভুল ও কুসংস্কার
  • ২০+ ক্বারীর তিলাওয়াত সম্বলিত অডিও কুরআনে অফলাইন সাপোর্ট

মুসলিমস ডে অ্যাপটির টুলসঃ

  • ক্বিবলা কম্পাস
  • ডিজিটাল তসবি

মুসলিমস ডে অ্যাপটির সেটিংসঃ

  • ডার্ক থিম ও লাইট থিম মোড
  • জেলা ও GPS লোকেশন সেটিংস
  • ডে লাইট সেভিংস অপশন (বাংলাদেশের বাইরের জন্য)
  • মাজহাব সেটিংস (হানাফী ও অন্যান্য)
  • হিজরি তারিখ সমন্বয় (বাংলাদেশের বাইরের জন্য)
  • সাহরি ইফতারের ক্ষেত্রে সতর্কতামূলক সময় যোগ করা বা না করা
  • সূর্যাস্তের সাথে সাথে হিজরি তারিখ পরিবর্তনের সুযোগ

ভবিষ্যতে যে ফিচারগুলো নিয়ে অ্যাপটি ইনশাআল্লাহ কাজ করবে

  • ফোনের হোম স্ক্রিনের জন্য উইজেট
  • ফন্ট সাইজ ছোটবড় করার সেটিংস
  • নোটিফিকেশন ও অন্যান্য কনটেন্ট ফেভারিট করার অপশন
  • উন্নত ইউজার এক্সপেরিয়েন্স

যোগাযোগঃ

ওয়েবসাইটঃ https://muslimsday.com

এই ইসলামিক এপ্লিকেশনটিতে আপনি আপনার পছন্দ মতো লোকেশন অ্যাড করে ব্যবহার করতে পারবেন। এটি আপনাকে সে অনুযায়ী নামাজের সময়, ইফতারের সময়, সেহেরির সময় সহ প্রয়োজনীয় আরো নানা বিষয়াদি দেখাবে। ২০২৩ সলে এসে এটি আরো অনেক বেশি উন্নত হয়েছে আপনি খুব সহজেই এটির মাধ্যমে রমজানের সময় সূচি দেখতে পারবেন।

এপ্লিকেশনটি গুগল প্লে-স্টোরে গিয়ে নামিয়ে নিতে পারেন এটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাড মুক্ত একটি এপ্লিকেশন।

রমজান মাসের রোজা ফরজ করার ইতিহাস

মুসলমানদের উপর কখন রোজা ফরজ করা হয়েছ জানেন কি? ইসলামের অনেক ফরজ ও ওয়াজিব কাজ কোনো না কোন আল্লাহর প্রিয় বান্দা তথা নবী-রাসূল কিংবা তাদের পরিবারের আলোচিত ঘটনাকে কেন্দ্র করে। তাদের স্মরণার্থে উম্মতদের জন্য অপরিহার্য করা হয়েছে।

তেমনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) এর একটি স্মৃতি স্মরণীয় করে রাখতে মাহে রমজানের রোজা মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। রমজানের এমন দিনে বেশ কিছুদিন রাহমাতুল্লিল আলামীন হযরত মোহাম্মদ (সা.) হেরা পর্বতের গুহায় অতিবাহিত করেছিলেন।

তখন হুজুর (সা.) দিনের বেলায় পানাহার করতেন না। আর রাতে আল্লাহ পাকের জিকীরে মশগুল থাকতেন। প্রিয় নবীর এই এবাদত বন্দেগী আল্লাহর কাছে এত পছন্দনীয় হয় যে দিনগুলি স্মরণীয় করে রাখতে এবং রাসূলের সুন্নতকে উম্মতে মোহাম্মদীর মাঝে স্থায়ী করতে রোজা ফরজ করে দেয়া হয়।

রোজা রাখা প্রিয়নবী (সা.) এর পছন্দের এবাদত ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়নি তখনও তিনি আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবিদের (রাদি.) রোজা রাখার আদেশ করতেন। পরে যখন রমজানের রোজা ফরজ করে দেয়া হয় তখন তিনি ও তার সাহাবারা আশুরার রোজা রাখা ছেড়ে দেন।

এ প্রসঙ্গে সাহাবি হযরত ইবনে উমর (রাদি.) থেকে বর্ণিত, তিনি বলেন, সৈয়্যদুনা মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) আশুরার দিন রোজা পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও দিয়েছেন। পরে যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন তা ছেড়ে দেওয়া হয়। (বুখারী-তৃতীয় খণ্ড)

আরেক হাদিসে বর্ণনা রয়েছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগে কুরাইশগণ আশুরার দিন রোজা রাখতো। রাসূলুল্লাহও (সা.) এই রোজা রাখার নির্দেশ দেন। অবশেষে রমজানের রোজা ফরজ করা হলে রাসূলুল্লাহ (সা.) বললেন, যার ইচ্ছা আশুরার রোজা রাখবে এবং যার ইচ্ছা সে রোজা (আশুরার) রাখবে না। (বুখারী- ৩য় খণ্ড)

রমজানের রোজা মহানবী (সা.) এর পূর্ববর্তী নবী-রাসূল ও তাদের উম্মতদের জন্যও ফরজ ছিল। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী (সা.) ও তার উম্মতদের জন্যও ফরজ করা হয়েছে।

রমজানের সময় সূচি 2023 এর সময় সূচি জানা কেন এত গুরুত্বপূর্ণ

মুসলমানদের উপরে মহান আল্লাহতায়ালা মোট ৫টি বড় বড় ইসলামিক হুকুম ফরজ করেছেন। এর ভিতরে ৩ নম্বরে রয়েছে পবিত্র মাহে রমজান। এই মাসেই মহান আল্লাহতায়ালা বিশ্ব জাহানের বাদশা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহিওসাল্লাম এর সাথে মিরাজ করেছেন। এবং কি এই মাসেই পবিত্র কালামুল্লাহ শরীফ সমস্ত বিশ্ব বাসীর জন্য অবতরণ করা হয়েছিল।

মুসলমানদের জন্য এই মাস বিশাল এক নিয়ামতের মাস। এই মাসে রোজা রাখা ফরজ করেছেন মহান আল্লাহতায়ালা! তাই ২০২৩ সালের এই রামাদান মাসের সঠিক সময় সূচি জেনে বুঝে রোজা পালন করা প্রত্যেক সামর্থবান মুসলিম নরনারীর জন্য অত্যান্ত গুরুত্যপূর্ণ।

বাংলাদেশে বসবাস করে যারা সৌদিআরব-এর সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন

ইসলাম বলে আপনি যে এলাকার মানুষ, সেই এলাকার চাঁদ দেখে, চাঁদ নিরভ্র বিষয় গুলির সিদ্ধান্ত নিতে। এবার আপনি বলুন, আপনি কোনটা সঠিক মনে করেন। চাইলে রেফেরেঞ্চে হাদিস খুঁজে দেখতে পারেন বুখারি/ মুসলিমি সব হাদিসের বইয়েই আছে।

বাংলাদেশে বসবাস করে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে তাদের রোজা ও ঈদ হবে কিনা সেটা বলা যায় না। বরং তাদের শেষের দিনের রোজার পরে যে ঈদ তারা করে যেদিন বাংলাদেশ 29 অথবা 30 রোজা থাকে, এই দিনটি তারা রোজা না রাখার কারণে হয়তোবা গুনাহগার হবে। কিন্তু এর আগের দিনগুলোর রোজা যেহেতু একই নিয়মে সেটা কবুল হয়ে যায়। আর আমাদের রোজার মধ্যেই যে তারা ঈদ পালন করে এ জন্য তাদের ঈদের নামাজও সহীহ হবে না।

রমজানের সময় সূচি 2023 | ২০২৩ সালের রমজান মাসের ক্যালেন্ডার

আগেই বলেছি ইমধ্যেই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ২০২৩ সালের রমজান মাসের ক্যালেন্ডার পাবলিশ করে ফেলেছেন। আমাদের উচিত হবে এ ক্যালেন্ডারের কথা মাথায় রেখে এখন থেকেই রমজানের রোজা রাখার প্রস্তুতি নেয়া। আপনাদের সুবিধার্থে আমি এখানে ২০২৩ সালের কিছু রমজান মাসের ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি। এগুলো আপনি চাইলে আপনার মোবাইলে রেখে তারপর সে অনুযায়ী কাজে লাগাতে পারেন।

মাহে রমজান ২০২৩ ক্যালেন্ডার সময় সূচি

মাহে রমজান ২০২২ ক্যালেন্ডার সময় সূচি
মাহে রমজান ২০২৩ ক্যালেন্ডার সময় সূচি

রমজান মাসের ক্যালেন্ডার সময়সূচী ২০২৩ | রমজানের সময় সূচি 2023

রমজান মাসের ক্যালেন্ডার সময়সূচী ২০২২
রমজান মাসের ক্যালেন্ডার সময়সূচী ২০২৩

২০২৩ সালের রোজার সময়সূচি  | রোজার ক্যালেন্ডার ২০২৩

২০২২ সালের রোজার সময়সূচি  | রোজার ক্যালেন্ডার ২০২২
২০২৩ সালের রোজার সময়সূচি  | রোজার ক্যালেন্ডার ২০২৩

Others Important Map For you!

ToolKit:

Important Post:

Bangla Post:

রমজানের সময় সূচি 2023
রমজানের সময় সূচি 2023

Marketer Rashed

This Is Marketer Rashed! A Digital Marketing Expert With Over 6+ Years of Experience On Digital Marketing. CEO & Founder at "Digital Marketing MasterMind" and Madaripur Outsourcing Institute.

This Post Has One Comment

  1. MD Sakibul Ahmed

    আলহামদুলিল্লাহ!

Leave a Reply

fifteen − eight =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.